পেপসি
অবয়ব
প্রকার | কোলা |
---|---|
উৎপাদনকারী | পেপসিকো |
উৎপত্তির দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
প্রবর্তন | ১৮৯৩(ব্র্যাড'স ড্রিংক নামে) ১৮৯৮ (পেপসি-কোলা নামে) ১৯৬১ (পেপসি নামে) |
রং | Caramel E-150d |
সংশ্লিষ্ট পণ্য | কোকা-কোলা আরসি কোলা |
ওয়েবসাইট | www |
পেপসি (ইংরেজি: Pepsi) একটি জনপ্রিয় কার্বনেট কোমল পানীয়। পেপসিকো কোম্পানি এর উৎপাদনকারী ও বিপনকারী সংস্থা। ১৮৯৮ সালে পেপসি আমেরিকায় 'ব্র্যাডস ড্রিংক' নামে উদ্ভাবন ও পরিচিতি লাভ করে। ১৯০৩ সালের ১৬ জুন থেকে এটি বর্তমান নাম পেপসি ধারণ করে।[১]
ইতিহাস
[সম্পাদনা]১৮৯৮ সালে সেলেব ব্র্যাডহ্যাম দ্বারা পেপসি প্রথমে আমেরিকার নর্থ ক্যারোলিনাতে 'ব্র্যাডস ড্রিংক' নামে পরিচিতি পায়। ১৯০৩ সালে ব্র্যাড বোতলে পেপসি সরবরাহ শুরু করে। ১৯০৯ সালে পেপসি তার প্রথম বিজ্ঞাপন প্রচার করে। ১৯২৬ সাল থেকে পেপসি নিয়মিতভাবে তার লোগো ব্যবহার শুরু করে। পেপসিকো কোম্পানি যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্টান।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ আশরাফ, আহমেদ। "পেপসি এবং কোকাকোলা"। Newspaper1971। Newspaper1971.com। ২৩ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৬। অজানা প্যারামিটার
|4=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |