বিষয়বস্তুতে চলুন

গুগল

পরীক্ষিত
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গুগল এলএলসি
প্রাক্তন নামগুগল ইনকর্পোরেটেড (১৯৯৮—২০১৭)
ধরনঅধীনস্থ
শিল্প
প্রতিষ্ঠাকাল৪ সেপ্টেম্বর ১৯৯৮ (২৬ বছর আগে) (1998-09-04) মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র[][]
প্রতিষ্ঠাতাগণ
সদরদপ্তর১৬০০ এম্পিথিয়েটার পার্কওয়ে, ,
বাণিজ্য অঞ্চল
বিশ্বব্যাপী
প্রধান ব্যক্তি
কর্মীসংখ্যা
১,১৪,০৯৬ (২০১৯)
মাতৃ-প্রতিষ্ঠানআলফাবেট ইনকর্পোরেটেড (২০১৫—বর্তমান)
ওয়েবসাইটgoogle.com

গুগল এলএলসি[] (ইংরেজি: Google LLC) বা গুগল লিমিটেড লায়াবেলিটি কোম্পানি ইন্টারনেটভিত্তিক সেবা ও পণ্যে বিশেষায়িত একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানিস্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ছাত্র থাকাকালীন ল্যারি পেজসের্গেই ব্রিন ১৯৯৮ সালের ৪ই সেপ্টেম্বর গুগল নির্মান করেন। গুগলের ১৪ শতাংশ শেয়ার তাদের এবং বিশেষ সুপারভোটিং ক্ষমতার মাধ্যমে ৫৬ শতাংশ স্টকহোল্ডারকে নিয়ন্ত্রণ করে। ৪ ই সেপ্টেম্বর, ১৯৯৮ সালে তারা গুগলকে প্রাইভেট কোম্পানি হিসেবে অন্তর্ভুক্ত করেন। গুগল আগস্ট ১৯, ২০০৪ সালে ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও) দেয় ও গুগলপ্লেক্স নামে মাউন্টেইন ভিউতে তাদের নতুন সদরদপ্তরে স্থানান্তরিত হয়। আগস্ট ২০১৫ সালে গুগল এর বিভিন্ন কার্যক্রম আলফাবেট ইনকর্পোরেটেড নামে সমন্বিত করার পরিকল্পনার কথা জানায়। আলফাবেটের প্রধান অধীনস্থ সংগঠন হিসেবে আলফাবেটের ইন্টারনেট কার্যক্রম পরিচালনা করবে। পুনর্গঠনের সমাপনী অংশ হিসেবে ল্যারি পেজ সুন্দর পিচাইকে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রতিস্থাপন করেন। (ল্যারি পেজ এখন আলফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা)

গুগলের প্রধান সেবা গুগল সার্চ ছাড়াও নতুন পণ্য, অধিগ্রহণ ও অংশীদারত্বের সাথে সাথে কোম্পানিটির দ্রুত প্রসার হয়। কাজ ও প্রোডাক্টিভিটি সেবা (গুগল ডক, শিট ও স্লাইড), ইমেইল (জিমেইল/ইনবক্স), সময়সূচী ও সময় ব্যবস্থাপক (গুগল ক্যালেন্ডার), ক্লাউড স্টোরেজ (গুগল ড্রাইভ), সামাজিক যোগাযোগ মাধ্যম (গুগল+), ইন্সট্যান্ট ম্যাসেজিং ও ভিডিও চ্যাট (গুগল এলো/ডুও/হ্যাংআউট), অনুবাদক (গুগল ট্রান্সলেট), মানচিত্র (গুগল ম্যাপস/ওয়েজ/আর্থ/স্ট্রিট ভিউ), ভিডিও ভাগাভাগি (ইউটিউব), নোট নেওয়া (গুগল কিপ), এবং ছবি ব্যবস্থাপক (গুগল ফটোজ) প্রভৃতি উল্লেখযোগ্য উদাহরণ।

গুগল সারা পৃথিবীতে বিভিন্ন ডেটা সেন্টারে প্রায় এক মিলিয়ন সার্ভার চালায়[] ও ৫.৪ বিলিয়নের বা ৫০০কোটির উপর অনুসন্ধানের অনুরোধ[] এবং প্রায় ২৪ পেটাবাইট ব্যবহারকারী কর্তৃক তৈরী ডেটা প্রক্রিয়াকরণ করে প্রতিদিন[][][][১০]। ২০০৯ সালের সেপ্টেম্বর অনুযায়ী এলেক্সা আমেরিকার সবচেয়ে বেশি ব্যবহার করা ওয়েবসাইটের তালিকায় স্থান দেয় গুগলকে। এছাড়াও গুগলের অন্যান্য আন্তর্জাতিক সাইট যেমন ইউটিউব, ব্লগার এবং অরকুট[১১] সেরা একশটি সাইটে স্থান পায়। ব্রান্ড্য তাদের ব্রান্ড ইকুইটি ডাটাবেজে গুগলকে ২য় স্থান দেয়[১২]। গুগলের আধিপত্য বিভিন্ন সমালোচনার জন্ম দিয়েছে যেমন কপিরাইট, গোপনীয়তা এবং সেন্সরশিপ প্রভৃতি[১৩][১৪]গুগল সম্পর্কে যে ১০টি তথ্য হয়তো আপনার জানা নেই[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

ইতিহাস

[সম্পাদনা]
ল্যারি পেইজসের্গেই ব্রিন

১৯৯৬ সালে গবেষণা প্রকল্প হিসাবে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুজন পিএইচডি কোর্সের ছাত্র ল্যারি পেইজসের্গেই ব্রিন এর কাজ শুরু করেন। ঐ সময়ের অনুসন্ধান ইঞ্জিনগুলো ফলাফলকে বিন্যাস করত কত বার একটি বিষয়কে অনুসন্ধান ইঞ্জিন পাতায় এনেছে সেই ভিত্তিতে। তাদের তত্ত্ব ছিল তখনকার কৌশলগুলোর চেয়ে নতুন কৌশলে কোনো একটা অনুসন্ধান ইঞ্জিন বানানো, যেটি ওয়েবসাইটগুলোর মধ্যেকার পারস্পরিক সম্পর্ক বিশ্লেষন করে ফলাফল দেখায়, তাহলে আরো ভাল ফলাফল পাওয়া যাবে[১৫]। তারা একে পেজর‍্যাঙ্ক হিসেবে আখ্যায়িত করেন। এই পদ্ধতিতে একটি ওয়েব সাইটের পাতাগুলো কতটুকু সম্পর্কযুক্ত (অনুসন্ধান টার্মের সাথে) এবং ঐ পাতাগুলো কতটুকু গুরুত্বপূর্ণ তা বিবেচিত হয় যা আসল সাইটের সাথে সংযুক্ত থাকে[১৬][১৭]

পেজ এবং ব্রিন শুরুতে নতুন অনুসন্ধান ইঞ্জিনের নাম রাখে "ব্যাকরাব",[১৮][১৯][২০] কারণ এই ব্যবস্থায় সাইটের ব্যাকলিংকগুলো যাচাই করা হত ঐ সাইট কত গুরুত্বপূর্ণ তা নির্ধারণ করার জন্য। পরবর্তীতে তারা নাম পরির্বতন করে গুগল রাখে, যা আসলে ভুল বানানে লিখা "googol"[২১][২২] থেকে এসেছে। এটি দিয়ে বোঝানো হত একটি সংখ্যার পেছনে একশত শূন্য। এরপর তা নাম হিসেবে নির্বাচন করা হয় কারণ তারা অনুসন্ধান ইঞ্জিনের বিশাল পরিমাণ তথ্য প্রদানের[২৩] ব্যপারটিকে গুরুত্ব দিতে চেয়েছিলেন। প্রথমত, গুগল স্ট্যানফোর্ড ইউনির্ভাসিটির ওয়েবসাইটের অধীনে চলত যার ঠিকানা ছিল google.stanford.edu এবং z.stanford.edu[২৪][২৫]

ডোমেইন নাম গুগল নিবন্ধিত করা হয় ১৫ই সেপ্টেম্বর, ১৯৯৭ সালে[২৬] এবং কর্পোরেশন হিসেবে আত্মপ্রকাশ করে ৪ঠা সেপ্টেম্বর, ১৯৯৮ সালে। এটি চালানো হত তাদের এক বন্ধুর গ্যারেজ থেকে যার নাম ছিল সুজান ওজচিচকি[২৭]। তিনি ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়ার ক্রেইগ সিলভারস্টাইনে থাকতেন। প্রথম নিয়োগপ্রাপ্ত ব্যক্তিটি ছিল স্ট্যানফোর্ডের ফেলো পিএইচডি ডিগ্রি প্রাপ্ত একজন ছাত্র।[২৭][২৮][২৯][৩০][৩১]

২০১১ সালের মে মাসে, প্রথমবারের মত এক মাসে গুগলে ইউনিক ভিজিটর এক বিলিয়ন পার হয়[৩২]। যা ছিল ২০১০ সালের মে মাসের থেকে ৮.৪ ভাগ বেশি। ২০১৩ সালের জানুয়ারিতে, গুগল ঘোষণা করে এটি $৫০ বিলিয়ন বার্ষিক আয় করে ২০১২ সালে[৩৩]। যা গত বছরের চেয়ে ১২ বিলিয়ন বেশি।

১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে গুগল প্রতিষ্ঠা করেন। ২০০৪ সালের ১৯শে আগস্ট এটি পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। সময়ের সাথে নিত্যনতুন পণ্য ও সেবা যোগ করে গুগল প্রতিনিয়ত নিজেদের আকার ও উপযোগিতা বাড়িয়ে তুলতে সক্ষম হয়েছে। একই সাথে নতুন কোম্পানি কিনে নিজেদের সাথে একীভূতকরণ, ভিন্ন প্রতিষ্ঠানের সাথে অংশীদারত্ব ও বিজ্ঞাপন জগতে নিজেদের অবস্থানকে সুদৃঢ়ীকরণের মাধ্যমে নিজেদের বহুমুখিতাকে সমৃদ্ধ করেছে। ফলে তথ্য খোঁজার পাশাপাশি বর্তমানে ইমেইল, সামাজিক নেটওয়ার্কিং, ভিডিও শেয়ারিং, অফিস প্রোডাক্টিভিটি, প্রভৃতি বিষয়ে গুগলের সেবা রয়েছে।

অর্থায়ন, ১৯৯৭ এবং আইপিও, ২০০৪

[সম্পাদনা]
গুগলের প্রথম উৎপাদন সার্ভার। গুগলের সার্ভারগুলো কম মূল্যের হার্ডওয়ার দিয়ে তৈরী অব্যাহত রাখে।[৩৪]

গুগলের প্রথম অর্থায়ন করা হয় ১৯৯৮ সালের আগস্টে, এ্যান্ডি ব্যাকওলশাইম $১০০,০০০ টাকা প্রদান করেন গুগল যৌথ মালিকানায় যাবার পূর্বে।[৩৫] তিনি সান মাইক্রোসিস্টেম নামক প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। ১৯৯৯ সালের শুরুর দিকে ব্রিন এবং পেজ যখন স্নাতক ছাত্র ছিলেন, তারা দেখেন যে অনুসন্ধান ইঞ্জিনটি তৈরী করতে প্রচুর সময় লাগছিল এবং তাদের পড়ালেখার প্রতি মনোযোগ বিঘ্নিত হচ্ছে। তারা সিদ্ধান্ত নিয়ে এক্সাইট সিইও জর্জ বেলের কাছে যান এবং তার কাছে $১ মিলিয়ন দামে বিক্রির প্রস্তাব করেন। তিনি প্রস্তাবটি নাকচ করে দেন। পরে এক্সাইটের একজন মূলধন প্রদানকারী বিনোদ খোসলা এর সমালোচনা করেন এবং ব্রিন এবং পেজের সাথে $৭৫০,০০০ পর্যন্ত দরাদরি করেন। ১৯৯৯ সালের ৭ই জুন একটি $২৫ মিলিয়নের অর্থায়ন ঘোষণা করা হয়[৩৬] যাতে প্রধান বিনিয়োগকারী হিসেবে মূলধন সরবরাহকারী প্রতিষ্ঠান ক্লাইনার পারকিনস কওফিল্ড এবং বেয়ারসসিকোইয়া ক্যাপিটাল অর্ন্তভূক্ত ছিল।[৩৫]

গুগলের আইপিও ছাড়া হয় পাচঁ বছর পর ২০০৪ সালের ১৯শে আগস্ট। এই সময়ের মধ্যে ল্যারি পেজ, সের্গেই ব্রিন এবং এরিক স্কমিডট একসাথে গুগলে ২০ বছর কাজ করার জন্য সম্মত হন।[৩৭] কোম্পানীটি ১৯,৬০৫,০৫২টি শেয়ার প্রতিটি $৮৫ বাজারে ছাড়ে।[৩৮][৩৯] শেয়ারগুলো অনলাইন নিলাম ব্যবস্থায় বিক্রি করা হয়। এই ব্যবস্থাটি তৈরী করেন মরগান ষ্টানলি এবং ক্রেডিট সুইস যারা চুক্তিটির আন্ডাররাইটার ছিলেন। [৪০][৪১] $১.৬৭ বিলিয়নের বিক্রয়ের ফলে গুগলের বাজার মূলধন দাড়ায় ২৩ বিলিয়নেরও বেশি[৪২]। ২০১৪ সালের জানুয়ারি নাগাদ এর বাজার মূলধন বেড়ে দাড়ায় ৩৯৭ বিলিয়ন[৪৩]। প্রধান শেয়ারের প্রায় ২৭১ মিলিয়ন শেয়ার গুগলের নিজস্ব নিয়ন্ত্রণে থাকে এবং অনেক গুগল কর্মীই এতে দ্রুত মিলিয়নিয়ার হয়ে যায়। গুগলের আইপিও ছাড়ার পূর্বেই ইয়াহু! কিছু গুগলের শেয়ার পেয়েছিল। পরবর্তীতে আইপিও ছাড়লে ইয়াহু! এতে লাভবান হয় ৮.৪ মিলিয়ন শেয়ার থেকে।[৪৪]

গুগল শেয়ার ছাড়ার পর ধারণা করা হয়েছিল গুগলের কোম্পানী সংস্কৃতিতে পরিবর্তন আসতে পারে[৪৫]। যেহেতু কোম্পানীর নির্বাহীরা রাতারাতি মিলিয়নিয়ার হয়ে যাবে। সেহেতু কর্মীদের সুযোগ-সুবিধা কমিয়ে আনার জন্য শেয়ারহোল্ডারদের চাপ থাকবে বলে মনে করা হয়। এই প্রতিক্রিয়ার জন্য সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন এবং ল্যারি পেজ শেয়ার হোল্ডারদের নিশ্চিত করেন যে কোম্পানির সংস্কৃতি পরিবর্তন হবে না[৪৬]। ২০০৫ সালে দি নিউ ইয়র্ক টাইমস সহ অন্যান্য উৎসের খবরে মতামত দেয়া হয় যে গুগল তার এন্টি-কর্পোরেট ও নো ইভল আদর্শ হারিয়ে ফেলেছে[৪৭][৪৮][৪৯][৫০]। কোম্পানির ব্যতিক্রম এই সংস্কৃতি ধরে রাখতে গুগল একজন প্রধান কালচার অফিসার নিয়োগ করেন। তিনিই আবার মানব সম্পদের পরিচালকের কাজ করেন। তার দ্বায়িত্ব হল কোম্পানি যে সত্যিকারের মূল্যবোধ ও সংস্কৃতি নিয়ে গড়ে উঠেছিল তা বজায় রাখা[৫১]। গুগল তার প্রাক্তন কর্মীদের কাছ থেকে লিঙ্গ বৈষম্য ও বয়সের বৈষম্য করা নিয়ে বিতর্কিত হয়েছিল[৫২][৫৩]। ২০১৩ সালে একটি শ্রেনীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় সিলিকন ভ্যালিতে অবস্থিত হাই-টেক কোম্পানীগুলোর বিরুদ্ধে যাতে গুগলও ছিল। এই ব্যবস্থা নেয়া হয়েছিল বিতর্কিত "কোল্ড কল" অবস্থার জন্য। এর ফলে নিয়োগকৃত এই সব কর্মীদের নো কোল্ড কল চুক্তির আওতায় নিয়ন্ত্রণে আনা হয়।[৫৪]

আইপিও ছাড়ার পর গুগলের শেয়ার কার্যক্রম ভাল চলে। ২০০৭ সালের ৩১শে অক্টোবর প্রথম বারের মত শেয়ারের দাম দাড়ায় $৭০০[৫৫]। এর কারণ হিসেবে প্রাথমিকভাবে অনলাইন বিজ্ঞাপনের বিক্রয় এবং আয়ের বাজারকে ধরা হয়[৫৬]। শেয়ারের এই উর্ধগতি একক বিনিয়োগকারীর জন্য[৫৬]। কোম্পানিটি নাসডাক শেয়ার বাজারে টিকার চিহ্ণের সাথে "GOOGL" ও "GOOG"নামে এবং ফ্র্যাংকফুট স্টক বাজারে টিকার চিহ্ন নিয়ে GGQ1 নামে অর্ন্তভুক্ত হয়। ২০১৫ সালের চতুর্থ ভাগে এই সব টিকার চিহ্নগুলো এলফাবেট ইনককে নির্দেশ করে যা গুগলের হোল্ডিং কোম্পানি।[৫৭]

বিকাশ

[সম্পাদনা]

১৯৯৯ সালের মার্চে, ক্যালিফোর্নিয়ার পালো অল্টোতে কোম্পানীটি তাদের অফিস সরিয়ে নেয়, যেখানে অনেক প্রথম সারির প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের কাজ শুরু করেছিল[৫৮]। পরবর্তী বছরে পেজ এবং ব্রিনের আপত্তি সত্ত্বেও বিজ্ঞাপন-অর্থায়ন ভিত্তিক অনুসন্ধান ইন্জিনের সূচনা করা হয়[৫৯]। গুগল অনুসন্ধান কিওয়ার্ড ভিত্তিক বিজ্ঞাপন বিক্রি শুরু করে[২৭]। অনুসন্ধান পাতার দ্রুততা ও পরিষ্কার দৃষ্টি নন্দন রাখার জন্য বিজ্ঞাপনগুলো লেখা ভিত্তিক রাখা হয়। কিওয়ার্ড বিক্রি করা হত নিলাম দর এবং কতটি ক্লিক পড়ে তার উপর ভিত্তি করে, নিলাম শুরু হত পাঁচ সেন্ট ক্লিক প্রতি দরে। [২৭]

কিওয়ার্ড ভিত্তিক বিজ্ঞাপন বিক্রির এই মডেল প্রথমে Goto.com থেকে আসে যা ঐ ক্ষেত্রে প্রথম সারির ছিল। এটি আইডিয়াল্যাবের বিল গ্রস কর্তৃক তৈরী[৬০][৬১]। যখন কোম্পানীটি তাদের নাম পরিবর্তন করে ওভারচার সার্ভিসেস রাখে, তখন এটি গুগলের বিরুদ্ধে তাদের পে-পার-ক্লিক এবং নিলাম পদ্ধতির পেটেন্ট নকল করার অভিযোগ আনে। পরবর্তীতে ওভারচার সার্ভিস ইয়াহু! কিনে নেয় এবং নাম পরিবর্তন করে ইয়াহু! অনুসন্ধান মার্কেটিং রাখে। মামলাটি কোর্টের বাইরে সমঝোতা করা হয়; গুগল তার কিছু সাধারণ শেয়ার ইয়াহু! কোম্পানীকে প্রদান করে বিনিময়ে তারা লাইসেন্স পায় পদ্ধতিটি ব্যবহারের। [৬২]

২০০১ সালে গুগল পেজর‍্যাঙ্কের জন্য পেটেন্ট নেয়[৬৩]। পেটেন্টটি প্রাতিষ্ঠানিকভাবে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের নামে বরাদ্দ করা হয় এবং লরেন্স পেজকে এর উদ্ভাবক হিসেবে দেখানো হয়। ২০০৩ সালে, প্রাতিষ্ঠানিক কার্য বৃদ্ধির ফলে কোম্পানিটি একটি অফিস কমপ্লেক্স লিজ নেয় সিলিকন গ্রাফিক্স থেকে যেটির ঠিকানা ছিল ১৬০০ এম্পিথিয়েটার পার্কওয়ে, মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া[৬৪]। এই কমপ্লেক্সটি পরবর্তীতে গুগলপ্লেক্স হিসেবে পরিচিত হয়। এটির অভ্যন্তরীন নকশা করেন ক্লিভ উইলকিনসন। তিন বছর পরে গুগল এই জায়গাটি কিনে নেয় $৩১৯ মিলিয়নে[৬৫]। কিন্তু সেই সময়ের মধ্যেই "গুগল" তাদের নাম প্রতিদিনের ভাষায় যোগ করে ফেলতে সক্ষম হয়েছে। যার ফলে মেরিয়াম-ওয়েবস্টার কলেজিয়েট ডিকশনারি এবং অক্সফোর্ড ইংরেজি অভিধান একে একটি ক্রিয়া হিসেবে অভিধানে যোগ করে।[৬৬][৬৭]

অসম্ভব জনপ্রিয়তা প্রাপ্ত গুগল ইন্জিনের ব্যবহারকারীরা তাদের নিজেদেরকে "গুগলিষ্ট" হিসেবে ডাকা শুরু করে, এমনকি একে বিভিন্ন ধর্মের মত "গুগলিজম" হিসেবে আখ্যায়িত করা হয়[৬৮]। গুগলের অনুসারিরা একটি অলাভজনক অনলাইন প্রতিষ্ঠান পায় যা "দি চার্চ অব গুগল" একটি ওয়েবসাইট, যেখানে তারা উপাসনা করে এই বিশাল অনুসন্ধান ইন্জিনকে[৬৯]। দ্যা নিউইয়র্ক টাইমস এই বিষয়টিকে "ইজ গুগল গড?" শিরোনামে আলোচনা করে তাদের "মতামত" বিষয়শ্রেণীতে[৭০]। ইন্টারনেটে অনেক ব্লগ রয়েছে যেখানে গুগলকে কেন ঈশ্বরতুল্য তার কারণ উল্লেখ্য আছে।[৭১]

২০১৩ পরবর্তী

[সম্পাদনা]

গুগল নতুন কোম্পানী ক্যালিকো শুরু করার ঘোষণা দেয় ১৯শে সেপ্টেম্বর, ২০১৩ সালে যা পরিচালিত হবে এ্যাপলের চেয়ারম্যান আর্থার লেভিনসনের দ্বারা। দাপ্তরিক উন্মুক্ত ব্যাখায় বলা হয় "স্বাস্থ্য এবং কল্যানভিত্তিক" কোম্পানিটির মূল দৃষ্টি থাকবে "বৃদ্ধ ও এর সঙ্গে সম্পর্কিত রোগের" প্রতি।[৭২]

২০১৩ সেপ্টেম্বর নাগাদ গুগল ৭০টি অফিস প্রায় ৪০টিরও বেশি দেশে পরিচালনা করছে বলে জানা যায়[৭৩]। গুগল তার ১৫তম বার্ষিকী পালন করে সেপ্টেম্বর ২৭, ২০১৩ সালে যদিও এটি আগে অন্য তারিখে দাপ্তরিক জন্মদিন পালন করেছে[৭৪] । কেন এটি তারা বেছে নিয়েছে তা পরিষ্কার নয় এবং প্রতিযোগী অনুসন্ধান ইন্জিন ইয়াহু! অনুসন্ধানের সাথে ২০০৫ সালে হওয়া একটি বিরোধকে কারণ ধরা হচ্ছে।[৭৫][৭৬]

২০১৩ সালেই এ্যালায়েন্স ফর এফোরডেবল ইন্টারনেট (A4AI) চালু করা হয় এবং গুগল এই সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের মিলিতরূপের একটি অংশ।ফেসবুক, ইন্টেল কর্পোরেশন এবং মাইক্রোসফটস্যার টিম বার্নার্স-লি একে পরিচালিত করেন। এই সংস্থার উদ্দেশ্য হল ইন্টারনেট ব্যবহারকে সকলের হাতের নাগালে আনা এবং বৈশ্বিক উন্নয়নকে প্রশ্বস্ত করা। কারণ মাত্র ৩১% লোক অনলাইনে প্রবেশ করতে পারে পুরো পৃথিবী জুড়ে। গুগল ইন্টারনেট প্রবেশের দাম কমাতে সাহায্য করবে যাতে তারা ইউএন ব্রডব্যান্ড কমিশনের বিশ্বব্যাপি ৫% মাসিক আয়ের লক্ষ্যের নিচে নেমে আসে।[৭৭]

২০১৩ সালের তৃতীয় ভাগের সামগ্রিক আয়ের রিপোর্টে দেখা যায় ১৪.৮৯ বিলিয়ন ডলার আয় হয়েছে যা আগের ভাগের চেয়ে ১২% বেশি। গুগলের ইন্টারনেট ব্যবসায় এক্ষেত্রে যোগায় ১০.৮ বিলিয়ন যার সাথে আরো ছিল ব্যবহারকারীদের বিজ্ঞাপনে ক্লিকের হার।[৭৮]

২০১৩ সালের নভেম্বরে গুগল ঘোষণা করে নতুন ১ মিলিয়ন বর্গ ফিটের (৯৩০০০ বর্গ.মি) অফিস স্থাপনের যা হবে লন্ডনে এবং সম্ভাব্য উন্মুক্তের সাল হিসেবে ২০১৬ সালকে ধরা হয়। নতুন অফিসে প্রায় ৪৫০০ চাকুরীজিবীর কর্মসংস্থান হবে এবং ব্রিটেনের সবচেয়ে বড় বাণিজ্যিক সম্পদ কেনার ইতিহাস হয়ে থাকবে।[৭৯]

২০১৪ সালের অক্টোবরে, ইন্টারব্রান্ড সূচক অনুযায়ী গুগল ছিল দ্বিতীয় সবোর্চ্চ মূলবান ব্রান্ড পুরো পৃথিবীতে যার মূল্যমান ছিল প্রায় ১০৭.৪ বিলিয়ন ডলার।[৮০] মিলওয়ার্ড ব্রাউনের অন্য একটি রির্পোটে গুগলকে প্রথম স্থানে রাখা হয়।[৮১]

পণ্য এবং সেবা

[সম্পাদনা]

বিজ্ঞাপন

[সম্পাদনা]

গুগলের ৯৯% আয় আসে বিজ্ঞাপন খাত থেকে[৮২]। ২০০৬ অর্থবছরে, কোম্পানী জানায় ১০.৪৯২ বিলিয়ন বিজ্ঞাপন থেকে এবং লাইসেন্স ও অন্যান্য খাত থেকে ১১২ মিলিয়ন আয় হয়[৮৩]। গুগল অনলাইন বিজ্ঞাপন বাজারে বিভিন্ন নতুন মাত্রা যোগ করে এবং অন্যান্যদের তুলনায় এগিয়ে থাকে। ডাবলক্লিক কোম্পানীর প্রযুক্তি ব্যবহার করে গুগল ব্যবহারকারীদের আগ্রহ অনুযায়ী বিজ্ঞাপন দিয়ে থাকে[৮৪][৮৫] । গুগল এন্যালিটিকস এমন একটি প্রযুক্তি যা ওয়েব সাইটের মালিকগন ব্যবহার করে থাকেন কোথায় এবং কীভাবে মানুষ তাদের ওয়েব সাইট ব্যবহার করে থাকেন, উদাহরণ সরূপ বলা যায়, কোন পৃষ্ঠার সকল লিংকের মধ্যে কোনগুলোতে ক্লিক বেশি পড়েছে তা জানা যায় ক্লিক রেটের মাধ্যমে[৮৬]। গুগল দুটি পদ্ধতিতে তাদের বিজ্ঞাপনগুলো বিভিন্ন থার্ড-পার্টি ওয়েব সাইটে রাখার সুযোগ দেয়। গুগলের এ্যডওয়ার্ডস এর মাধ্যমে বিজ্ঞাপন প্রদানকারীরা কস্ট পার ক্লিক অথবা কস্ট পার ভিউ দুটির একটি ব্যবহার করে গুগল নেটওর্য়াকে বিজ্ঞাপন দিতে পারে। আরেকটি পদ্ধতিতে, যা গুগল এ্যাডসেন্স[৮৭] নামে পরিচিত, ওয়েব সাইট মালিকরা তাদের ওয়েব সাইটে বিজ্ঞাপনগুলো দেখাতে পারেন এবং তা থেকে অর্থ উপার্জন করতে পারেন (প্রতিবার বিজ্ঞাপনে ক্লিক পড়লে)।[৮৮]

এই প্রোগ্রামের একটি বড় অসুবিধা সেই সাথে সমালোচনার বিষয় হল গুগলের ক্লিক ধোঁকাবাজি ধরতে না পারা যেমন যখন কোন ব্যক্তি বা কোন স্বয়ংক্রিয় স্ক্রীপ্ট বিজ্ঞাপনে আগ্রহ ব্যতীত ক্লিক করবে এবং গুগল তার জন্য বিজ্ঞাপন প্রদানকারীকে অর্থ দিবে। ২০০৬ সালের শিল্প সংবাদে দাবি করা হয় ক্লিকের প্রায় ১৪-২০ ভাগই অবৈধ[৮৯]। অধিকন্তু, গুগলের অনুসন্ধান এর মধ্যে অনুসন্ধান বাদানুবাদের কারণ হয়, যার কারণ গুগলের অনুসন্ধান বক্স কোন ওয়েব সাইটের বিষয়াদি খুজতে ব্যবহার করা হয়। খুব দ্রুতই খবর প্রকাশ হয় যে যখন এই ধরনের অনুসন্ধান চালানো হয় তখন ফলাফল পৃষ্ঠায় প্রতিযোগী কোম্পানীগুলোর বিজ্ঞাপন ভেসে ওঠে যা ব্যবহারকারীদের তাদের ওয়েব সাইটে আকৃষ্ট করে[৯০]। ২০০৮ সালের জুনে গুগল ইয়াহুর সাথে বিজ্ঞাপন চুক্তি স্বাক্ষর করে যার মাধ্যমে ইয়াহু গুগলের বিজ্ঞাপন গঠন করবে তার ওয়েব সাইটে। দুটি কোম্পানীর মধ্যে মৈত্রী স্থাপন সম্ভব হয়নি মার্কিন বিচার বিভাগের এন্টিট্রাস্ট আইনের কারণে। ফলে ২০০৮ সালে গুগল তার চুক্তি থেকে সরে আসে।[৯১][৯২]

গুগল তাদের নিজেদের পণ্যের বিজ্ঞাপন করতে একটি ওয়েব সাইট ছাড়ে যার নাম ডেমো স্লাম, এটি তৈরী করা হয় গুগলের বিভিন্ন পণ্যের[৯৩] প্রযুক্তি ডেমো বা সাময়িকভাবে দেখানোর জন্য। প্রতি সপ্তাহে দুটি দল প্রতিযোগিতা করে গুগলের প্রযুক্তিকে নতুনভাবে দেখানোর জন্য।

অনুসন্ধান ইঞ্জিন

[সম্পাদনা]

"গুগল অনুসন্ধান" একটি ওয়েব ভিত্তিক অনুসন্ধান ইঞ্জিন, কোম্পানীর সবচেয়ে জনপ্রিয় সেবা। ২০০৯ সালের নভেম্বরে কমস্কোরের প্রকাশ করা একটি বাজার জরিপে বলা হয় গুগল আমেরিকার বাজারে প্রধান অনুসন্ধান ইঞ্জিন যার বাজার অংশীদারী ছিল ৬৫.৬ শতাংশ[৯৪]। গুগল বিলিয়নেরও[৯৫] বেশি ওয়েব পাতার সূচি রাখে যাতে ব্যবহারকারীরা যে তথ্য খুজছে তা পায়। এর জনপ্রিয়তা থাকা স্বত্তেও বিভিন্ন প্রতিষ্ঠান এর সমালোচনা করে। ২০০৩ সালে, দ্য নিউ ইয়র্ক টাইমস গুগলের সূচির বিরুদ্ধে অভিযোগ আনে যে তারা ওয়েব পাতা এবং বিষয়বস্তু ক্যাশ করে রাখায় তা কপিরাইট লঙ্গন করার সামিল[৯৬]। এই ঘটনায় (ফিল্ড বনাম গুগল এবং পার্কার বনাম গুগল[৯৭][৯৮]), আমেরিকার নেভাদা জেলা আদালত গুগলের পক্ষে রায় দেয়। অধিকন্তু, ২৬০০: দ্য হ্যাকার কোয়ার্টালী একটি শব্দের তালিকা এনে অভিযোগ করে যে গুগল ইনস্টান্ট সেবা সেগুলো অনুসন্ধান করে না[৯৯]। গুগল ওয়াচ গুগলের পেজ র‍্যাংকিং এ্যালগরিদমের সমালোচনা করে বলেছে এগুলো নতুন ওয়েব সাইটগুলোর সহায়ক নয় বরং পুরনো প্রতিষ্ঠিত ওয়েব সাইটকেই গুরুত্ব দেয়[১০০] এবং জোর দাবি করে যে গুগলের সাথে এনএসএ এবং সিআইএর যোগাযোগ রয়েছে[১০১]। সমালোচনা স্বত্তেও গুগল তার সেবা বাড়িয়ে চলে যেমন ছবি অনুসন্ধান ইঞ্জিন, গুগল নিউজ অনুসন্ধান, গুগল ম্যাপস এবং আরো অনেক। ২০০৬ সালের শুরুর দিকে গুগল নতুন সেবা গুগল ভিডিও শুরু করে যার মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও আপলোড, দেখতে এবং খুজঁতে পারবে[১০২]। ২০০৯ সালে, গুগল ভিডিওতে আপলোড কমে আসে কারণ তারা অনুসন্ধানের প্রতি জোর দেয়[১০৩]। এমনকি গুগল ডেস্কটপের জন্য গুগল ডেস্কটপ তৈরী করে যা দিয়ে যে কেউ তার নিজের ডেস্কটপে অনুসন্ধান চালাতে পারবেন। গুগল অনুসন্ধানে সম্প্রতি যে বিষয়টি যোগ হয়েছে তা হল ফ্রি প্যাটেন্ট এবং ট্রেডমার্ক অনুসন্ধান। গুগল এবং ইউনাইটেড স্টেটস প্যাটেন্ট এ্যন্ড ট্রেডমার্ক অফিস অংশীদারত্বের ফলে এই সুবিধা পাওয়া যাচ্ছে।

অন্য একটি বির্তকমূলক অনুসন্ধান সেবা হল গুগল বুকস সেবা। কোম্পানীটি বিভিন্ন বইয়ের পাতা স্ক্যান করে আপলোড করে। এতে কিছু কিছু বইয়ের পাতা সীমাবদ্ধ আকারে দেখানো হয় এবং কিছু কিছু ক্ষেত্রে পুরোটাই। ২০০৫ সালে, লেখক সমিতি যারা ৮০০০ আমেরিকান লেখকের হয়ে কাজ করেন, তারা নিউ ইয়র্ক সিটি আদালতে গুগলের বিরুদ্ধে একটি মামলা করেন। পরবর্তীতে ২০০৯ সালে গুগল পুনর্সম্পাদন করে এই সেবায় এতে আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং কানাডার লেখকদের বই খুবই সীমিত আকারে স্ক্যান করে প্রকাশ করা হয়[১০৪]। অধিকন্তু, প্যারিস আদালত ২০০৯ সালের শেষের দিকে "লা মার্টিনিয়ার" সম্পাদন করা কাজ গুগলের ডেটাবেস থেকে মুছে ফেলতে আদেশ জারি করে[১০৫]আমাজন ডট কমের সাথে প্রতিযোগিতা করতে গুগল নতুন বইগুলোর ডিজিটাল সংস্করণ ছাড়ার পরিকল্পনা নেয়[১০৬]। ২০১০ সালের ২১ জুলাই, বিং অনুসন্ধান ইঞ্জিনকে টেক্কা দিতে, ছবির থাম্বনেইলে মাউস পয়েন্টার রাখলে বড় হয় এমন একটি বৈশিষ্ট্য যোগ করে। ২০১০ সালেরই ২৩ জুলাই আরেকটি বৈশিষ্ট্য যুক্ত করা হয়, বিভিন্ন ইংরেজি শব্দের সংজ্ঞা সংবলিত পাতা যা অনুসন্ধান দিলে লিঙ্কগুলো উপরে দেখা যায়[১০৭]। সেবার মান আরো বাড়াতে, ২০১১ সালের মার্চে গুগল অ্যালগরিদম পরির্বতন করা হয়[১০৮][১০৯]

উৎপাদনশীল প্রোগ্রাম

[সম্পাদনা]

জিমেইল গুগলের একটি ফ্রি ওয়েবমেইল সেবা, ১ এ্রপ্রিল ২০০৪ সালে এটি শুরু করা হয়েছিল শুধুমাত্র আমন্ত্রন নির্ভর বেটা প্রোগ্রাম[১১০] হিসেবে। ৭ই ফেব্রুয়ারি ২০০৭ সালে জনগনের কাছে উন্মুক্ত করা হয়[১১১]। সেবাটি বেটা সংস্করন থেকে ৭ই জুলাই ২০০৯ সালে[১১২] মূল প্রোগ্রামে আসে যখন এটার প্রায় ১৪৬ মিলিয়ন মাসিক ব্যবহারকারী ছিল[১১৩]। সেবাটি ছিল প্রথম অনলাইন ইমেইল সেবা যার সাথে ছিল ১ গিগাবাইট সংরক্ষণের জায়গা। এটিই প্রথম ইমেইল সেবা যেখানে ইন্টারনেট ফোরামের মত একই ইমেইলগুলোকে একসাথে রাখা হয়[১১০]। সেবাটি এখন গুগলের অন্যান্য এ্যাপ্লিকেশনের সাথে ভাগাভাগি করে ১৫ গিগাবাইট পর্যন্ত সংরক্ষণের জায়গা প্রদান করে যা পরে ২০ গিগাবাইট থেকে ১৬ টেরাবাইট পর্যন্ত বর্ধিত করা যায় যার জন্য প্রতি এক গিগাবাইটে ০.২৫ ডলার প্রতি বছর ফি দিতে হয়।[১১৪]

জিমেইল আজাক্স ব্যবহার করে, যা কিনা একটি প্রোগ্রামিং কৌশল যেটি ব্যবহার করে ব্রাউজারকে রিফ্রেশ করা ছাড়াই কাজ করা যায়[১১৫]স্টিভ বালমার,[১১৬] লিজ ফিগারোআ,[১১৭] মার্ক রাসছ[১১৮] এবং গুগল ওয়াচের সম্পাদক[১১৯] গুগলের গোপনীয়তা নিয়ে সমালোচনা করেন। কিন্তু গুগল দাবি করে একাউন্টের মালিক ছাড়া অন্য কেউ ইমেইলে কি পাঠানো হয়েছে তা পড়ে না বা দেখে না। শুধুমাত্র মাত্র বিজ্ঞাপনের সুবিধার্থে এবং উন্নয়নে সংশ্লিষ্টতা বজায় রাখা হয়।[১২০]

২০০৪ সালে, গুগল মুক্ত উৎসের সফটওয়্যার প্রকল্প হোষ্টিং করা শুরু করে যার নাম গুগল কোড। এটি ডেভেলপারদের ডেভেলপমেন্টের প্রোগ্রামগুলো বিনা খরচে ডাউনলোড করার সুযোগ দেয়। গুগল ড্রাইভ, গুগলের আরেকটি উৎপাদনশীল পণ্য, ব্যবহারকারীদের ডকুমেন্ট তৈরি, সম্পাদনা এবং সমন্বয় করতে সহায়তা করে অনলাইনে যা কিনা মাইক্রোসফট ওয়ার্ডের মতই। এই সেবাটিকে আসলে ডাকা হত রাইটলি নামে কিন্তু গুগল ৯ মার্চ ২০০৬ সালে একে অর্জন করে এবং এটিও আমন্ত্রণ নির্ভর করে ছাড়া হয়[১২১]। কিনে নেয়ার পর ৬ই জুন গুগল পরীক্ষামূলক স্প্রেডশীট সম্পাদনার প্রোগ্রাম তৈরি করে।[১২২] যা অক্টোবরের ১০ তারিখে গুগল ডকসের সাথে সমন্বয় করা হয়।[১২৩]

গুগল ফর ওয়ার্ক হল একটি গুগলের সেবা যা গুগল পণ্যের পরিবর্তনযোগ্য ব্যবসায়িক সংস্করণ প্রদান করে ক্রেতাদের দেয়া ডোমেইন নাম ব্যবহার করে। এটির মধ্যে আছে বেশকিছু ওয়েব এ্যাপ্লিকেশন যা গতানুগতিক অফিস প্যাকেজের মতই। যেমন জিমেইল, হ্যাঙ্গআউটস, গুগল ক্যালেন্ডার, গুগল ড্রাইভ, গুগল ডকস, গুগল শীটস, স্লাইডস, গুগল গ্রুপস, গুগল নিউজ, গুগল প্লে, গুগল সাইটস এবং ভল্ট। এটি ছিল একজন গুগল কর্মী রাজেন শেঠের, ভিশন বা ভবিষ্য স্বপ্ন। তিনিই পরে ক্রোমবুকসের উন্নয়ন করেন।[১২৪]

এন্টারপ্রাইজ পরিষেবা

[সম্পাদনা]

১৫ই মার্চ, ২০১৬-য় গুগল গুগল অ্যানালিটিক্স ৩০০ স্যুট, "এন্টারপ্রাইজ-ক্লাস মার্কেটারদের প্রয়োজনের জন্য বিশেষত ডিজাইন করা ইন্টিগ্রেটেড ডেটা এবং মার্কেটিং অ্যানালিটিক্যালস প্রোডাক্টস" চালু করার ঘোষণা দেয়, যা গুগল ক্লাউড প্ল্যাটফর্ম-এ বিগকুয়ারির সাথে সংহত করা যায়। অন্যান্য জিনিসের মধ্যে স্যুটটি "এন্টারপ্রাইজ শ্রেণির বিপণনকারীদের" "সম্পূর্ণ গ্রাহক ভ্রমণ" দেখতে, "দরকারী অন্তর্দৃষ্টি" তৈরি করতে এবং "সঠিক ব্যক্তির কাছে আকর্ষক অভিজ্ঞতা সরবরাহ করা" সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের জ্যাক মার্শাল লিখেছেন যে, স্যুটটি অ্যাডোব, ওরাকল, সেলসফোর্স এবং আইবিএম সহ সংস্থাগুলি দ্বারা বিদ্যমান বিপণন ক্লাউডের প্রস্তাবগুলোর সাথে প্রতিযোগিতা করে।

যৌথ কারবার এবং সংস্কৃতি

[সম্পাদনা]
একসাথে বসে আছেন এরিখ স্কমিডট, সের্গেই ব্রিন এবং ল্যারি পেজ
২০০৮ সালে পূর্বের সিইও, বর্তমানে গুগলের চেয়ারম্যান এরিক স্মিডট সঙ্গে আছেন সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন এবং ল্যারি পেজ (বাম থেকে ডানে)
এরিক স্মিডট

ফরচুন পত্রিকায় প্রকাশিত কাজ করার সর্বোত্তম কোম্পানির তালিকায় গুগল ২০০৭, ২০০৮ এবং ২০১২ সালে প্রথম স্থান অধিকার করে।[১২৫][১২৬][১২৭]। এছাড়া ২০০৯ এবং ২০১০ সালে চতুর্থ স্থান দখল করে।[১২৮][১২৯]। ২০১০ সালে ইউনিভার্সাল কমিউনিকেশনস ট্যালেন্ট এট্রাকশান সূচকে বিশ্বের সকল কোম্পানির মধ্যে গুগল সবচেয়ে আকর্ষণীয় চাকুরিদাতা হিসেবে স্নাতকধারী শিক্ষার্থীদের কাছে মনোনয়ন পায়।[১৩০]। গুগলের কর্পোরেট নীতিতে- "তুমি কোনো খারাপ কাজ ছাড়াই টাকা কামাতে পারো", "কোনো স্যুট ছাড়াই তুমি গুরুতর হতে পারো" এবং "কাজ হতে হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতা হতে হবে মজাদার" ইত্যাদি প্রধান সারির আদর্শ রয়েছে। [১৩১]

কর্মী

[সম্পাদনা]

২০১৩ সালে অধীনস্থ মোটরোলা কোম্পানিসহ সব মিলিয়ে গুগলে ৪৭,৭৫৬ জন কর্মী রয়েছে,[১৩২] যাদের মধ্যে ১০,০০০ হাজারেরও বেশি সফটওয়্যার ডেভেলপারগন রয়েছে ৪০টি অফিসে[১৩৩]। ২০০৪ সালে কোম্পানিটি প্রথম শেয়ার বাজারে আসার পর এর প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন এবং ল্যারি পেজ এবং সিইও এরিখ স্কমিডট অনুরোধ করেন তাদের মূল বেতন যাতে এক ডলারে নামিয়ে আনা হয়। পরবর্তী সময়েও কোম্পানির

র তরফ থেকে তাদের বেতন বৃদ্ধির ব্যাপারটি মানা করা হয়। কারণ প্রাথমিকভাবে তাদের মূল বেতন আসত গুগলের শেয়ার থেকে। ২০০৪ সালের আগেই স্কমিডট $২৫০,০০০ আয় করেন প্রতি বছর এবং পেজ ও ব্রিন প্রত্যেকেই বার্ষিক বেতন পেতেন $১৫০,০০০।[১৩৪]

২০০৭ এবং ২০০৮ সালের শুরুর দিকে, বেশ কিছু উচ্চ নির্বাহী গুগল ছেড়ে যান। ২০০৭ সালের অক্টোবরে ইউটিউবের প্রাক্তন প্রধান আর্থিক কর্মকর্তা গিডিওন ইউ[১৩৫] ও উচ্চ পদস্থ ইঞ্জিনিয়ার বেঞ্জামিন লিং[১৩৬] ফেসবুকে যোগ দেন। ২০০৮ সালের মার্চে শেরিল স্যান্ডবার্গ তারপর বৈশ্বিক অনলাইন বিক্রয় এবং পরিচালনার বোর্ডের ভাইস প্রেসিডেন্ট ফেসবুকে তার ক্যারিয়ার শুরু করেন[১৩৭]। একই সময়ে ব্র্যান্ড বিজ্ঞাপন বিভাগের প্রধান অ্যাশ ইডিফ্রাউই নেটশপসে যোগ দেন[১৩৮]। ২০১১ সালের, ৪ এপ্রিল ল্যারি পেজ সিইও এবং এরিখ স্কমিডট নির্বাহী চেয়ারম্যান হন[১৩৯]। ২০১২ সালের জুলাইয়ে গুগলের প্রথম নারী কর্মী মারিসা মেয়ার গুগল ছেড়ে দিয়ে সিইও হিসেবে তে ইয়াহুতে যোগ দেন ।[১৪০] ২০১৫ সালের অক্টোবর মাসে ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাই গুগলের প্রধান কার্যনির্বাহী অফিসার বা সিইও নিযুক্ত হন।[১৪১]

নতুন কর্মীদের "নুগলারস" ডাকা হয় এবং কাজের প্রথম শুক্রবারে তাদেরকে প্রপেলার বিনি নামক টুপি পরিধান করতে দেয়া হয়।[১৪২]

প্রেষণার কৌশল হিসেবে গুগল তাদের নীতি "উদ্ভাবন সময়" ব্যবহার করত। যেখানে গুগল ইঞ্জিনিয়ারদের উৎসাহ দেয়া হত যেন তারা তাদের কাজের ২০% সময় ঐসব প্রকল্প কাজ করেন যে সকল প্রকল্পে তারা আগ্রহবোধ করেন। গুগলের কিছু নতুন সেবা যেমন জিমেইল, গুগল সংবাদ, অরকুট এবং এডসেন্স এই নীতির কারণে উদ্ভাবিত হয়েছিল[১৪৩]। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক আলোচনায় মারিসা মেয়ার জানান, তাদের ২০০৫ সালের দ্বিতীয়ভাগে নতুন উদ্ভাবিত পণ্যগুলোর অর্ধেকই এসেছে এই "উদ্ভাবন সময়" থেকে।[১৪৪]

আর গুগল হচ্ছে প্রথম বড় প্রযুক্তি কোম্পানি যারা তাদের কর্মচারীদের বিনামূল্যে খাবার পরিবেশন করে। তাছাড়া, কর্মচারীদেরকে তাদের পোষা কুকুর অফিসে নিয়ে আসতে দেয়া হয়। [১৪৫]

অন্যান্য পণ্য

[সম্পাদনা]

মটো এক্স

[সম্পাদনা]

২০১৩ সালের মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ডি১১ সম্মেলনে, মটোরোলা সিইও ডেনিস শুটিং ঘোষণা করেন যে, একটি নতুন মোবাইল ডিভাইস তার কোম্পানি দ্বারা নির্মিত হবে। এখানে উল্লেখ্য মটোরোলা সম্পূর্ণরূপে গুগল মালিকানাধীন । টেক্সাসের ৫০০,০০০ বর্গফুটের বিশাল এক জায়গাতে নতুন মোবাইল ডিভাইস তৈরি হবে। পূর্বে এই জায়গাটি নকিয়া কোম্পানি কর্তৃক ব্যবহৃত হতো । এখানে ২০০০ জনের চাকরি হবে।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Company"। Google। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৬, ২০১৫ 
  2. Claburn, Thomas (সেপ্টেম্বর ২৪, ২০০৮)। "Google Founded By Sergey Brin, Larry Page... And Hubert Chang?!?"InformationWeekUBM plc। জুন ২৮, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ২২, ২০১৭ 
  3. "Locations — Google Jobs"। Google.com। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৭, ২০১৩ 
  4. "Alphabet Finishes Reorganization With New XXVI Company"Bloomberg L.P.। সেপ্টেম্বর ১, ২০১৭। সংগ্রহের তারিখ অক্টোবর ৩১, ২০১৭ 
  5. "Pandia Search Engine News – Google: one million servers and counting" (ইংরেজি ভাষায়)। Pandia Search Engine News। জুলাই ২, ২০০৭। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৪, ২০১০ 
  6. "Google Search Statistics - Internet Live Stats"www.internetlivestats.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ মে ৩০, ২০১৮ 
  7. "MapReduce" (ইংরেজি ভাষায়)। Portal.acm.org। সংগ্রহের তারিখ আগস্ট ১৬, ২০০৯ 
  8. Czajkowski, Grzegorz (নভেম্বর ২১, ২০০৮)। "Sorting 1PB with MapReduce"Official Google Blog (ইংরেজি ভাষায়)। Google, Inc.। সংগ্রহের তারিখ জুলাই ৫, ২০১০ 
  9. Kennedy, Niall (জানুয়ারি ৮, ২০০৮)। "Google processes over 20 petabytes of data per day"Niall Kennedy's Weblog (ইংরেজি ভাষায়)। Niall Kennedy। সংগ্রহের তারিখ জুলাই ৫, ২০১০ 
  10. Schonfeld, Erick (জানুয়ারি ৯, ২০০৮)। "Google Processing 20,000 Terabytes A Day, And Growing"TechCrunch (ইংরেজি ভাষায়)। TechCrunch। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৬, ২০১০ 
  11. "Alexa Traffic Rank for Google (three month average)" (ইংরেজি ভাষায়)। Alexa Internet। ডিসেম্বর ২৬, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৬, ২০০৯ 
  12. "Top 100 Most Powerful Brands of 2011" (ইংরেজি ভাষায়)। BrandZ। ২০১০। ২৮ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১১, ২০১১ 
  13. "Google ranked 'worst' on privacy" (ইংরেজি ভাষায়)। BBC News। জুন ১১, ২০০৭। সংগ্রহের তারিখ এপ্রিল ৩০, ২০১০ 
  14. Rosen, Jeffrey (নভেম্বর ৩০, ২০০৮)। "Google's Gatekeepers"New York Times (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ জুলাই ৫, ২০১০ 
  15. Page, Lawrence; Brin, Sergey; Motwani, Rajeev; Winograd, Terry (নভেম্বর ১১, ১৯৯৯)। "The PageRank Citation Ranking: Bringing Order to the Web" (ইংরেজি ভাষায়)। Stanford University। ১৮ নভেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৫, ২০১০ 
  16. "Technology Overview" (ইংরেজি ভাষায়)। Google, Inc.। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৫, ২০১০ 
  17. Page, Larry (আগস্ট ১৮, ১৯৯৭)। "PageRank: Bringing Order to the Web" (ইংরেজি ভাষায়)। Stanford Digital Library Project। ৬ মে ২০০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ২৭, ২০১০ 
  18. Battelle, John (আগস্ট ২০০৫)। "The Birth of Google"Wired (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ অক্টোবর ১২, ২০১০ 
  19. Trex, Ethan। "9 People, Places & Things That Changed Their Names"Mental Floss (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ আগস্ট ৪, ২০১৪ 
  20. "Backrub search engine at Stanford University" (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ১৯৯৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১২, ২০১১ 
  21. Koller, David (জানুয়ারি ২০০৪)। "Origin of the name "Google"" (ইংরেজি ভাষায়)। Stanford University। জুন ২৭, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ৪, ২০১২ 
  22. Hanley, Rachael (ফেব্রুয়ারি ১২, ২০০৩)। "From Googol to Google"The Stanford Daily। Stanford University। ১১ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৫, ২০১০ 
  23. "Google! Beta website" (ইংরেজি ভাষায়)। Google, Inc.। ২১ ফেব্রুয়ারি ১৯৯৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১২, ২০১০ 
  24. "Google! Search Engine" (ইংরেজি ভাষায়)। Stanford University। নভেম্বর ১১, ১৯৯৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১২, ২০১০ 
  25. "Google! Search Engine" (ইংরেজি ভাষায়)। Stanford University। ডিসেম্বর ১, ১৯৯৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১৪, ২০১২ 
  26. "WHOIS – google.com" (ইংরেজি ভাষায়)। ২৯ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ৫, ২০১০ 
  27. "Our history in depth"Google Company। এপ্রিল ১, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১৫, ২০১৭ 
  28. "Craig Silverstein's website" (ইংরেজি ভাষায়)। Stanford University। অক্টোবর ২, ১৯৯৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১২, ২০১০ 
  29. Kopytoff, Verne (সেপ্টেম্বর ৭, ২০০৮)। "Craig Silverstein grew a decade with Google"San Francisco Chronicle (ইংরেজি ভাষায়)। Hearst Communications, Inc.। সংগ্রহের তারিখ অক্টোবর ১২, ২০১০ 
  30. Brin, Sergey; Page, Lawrence (১৯৯৮)। "The anatomy of a large-scale hypertextual Web search engine" (পিডিএফ)Computer Networks and ISDN Systems30 (1–7): 107–117। ডিওআই:10.1016/S0169-7552(98)00110-Xসাইট সিয়ারX 10.1.1.115.5930অবাধে প্রবেশযোগ্য 
  31. Barroso, L.A.; Dean, J.; Holzle, U. (এপ্রিল ২৯, ২০০৩)। "Web search for a planet: the google cluster architecture"IEEE Micro23 (2): 22–28। ডিওআই:10.1109/mm.2003.1196112We believe that the best price/performance tradeoff for our applications comes from fashioning a reliable computing infrastructure from clusters of unreliable commodity PCs. 
  32. "Google's new record, 1 billion visitors in May | It's All Tech" (ইংরেজি ভাষায়)। Itsalltech.com। ২১ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ২, ২০১৩ 
  33. Fiegerman, Seth. January 22, 2013. "Google Has Its First $50 Billion Year". http://mashable.com/2013/01/22/google-q4-earnings/
  34. "Google Server Assembly" (ইংরেজি ভাষায়)। Computer History Museum। সংগ্রহের তারিখ জুলাই ৪, ২০১০ 
  35. Kopytoff, Verne (এপ্রিল ২৯, ২০০৪)। "For early Googlers, key word is $$$"San Francisco Chronicle (ইংরেজি ভাষায়)। San Francisco: Hearst Communications। সেপ্টেম্বর ১৯, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৯, ২০১০ 
  36. "Google Receives $25 Million in Equity Funding" (সংবাদ বিজ্ঞপ্তি) (ইংরেজি ভাষায়)। Palo Alto, Calif.: Google। জুন ৭, ১৯৯৯। ফেব্রুয়ারি ১২, ২০০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৬, ২০০৯ 
  37. Lashinsky, Adam (জানুয়ারি ২৯, ২০০৮)। "Google wins again"Fortune (ইংরেজি ভাষায়)। Time Warner। সংগ্রহের তারিখ জানুয়ারি ২২, ২০১১ 
  38. Elgin, Ben (আগস্ট ১৯, ২০০৪)। "Google: Whiz Kids or Naughty Boys?"BusinessWeek (ইংরেজি ভাষায়)। Bloomberg, L.P.। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৯, ২০১০ 
  39. "2004 Annual Report" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। Mountain View, California: Google, Inc.। ২০০৪। পৃষ্ঠা 29। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৯, ২০১০ 
  40. La Monica, Paul R. (এপ্রিল ৩০, ২০০৪)। "Google sets $2.7 billion IPO" (ইংরেজি ভাষায়)। CNN Money। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৯, ২০১০ 
  41. Kawamoto, Dawn (এপ্রিল ২৯, ২০০৪)। "Want In on Google's IPO?" (ইংরেজি ভাষায়)। ZDNet। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৯, ২০১০ 
  42. Webb, Cynthia L. (আগস্ট ১৯, ২০০৪)। "Google's IPO: Grate Expectations"The Washington Post (ইংরেজি ভাষায়)। Washington, D.C.। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৯, ২০১০ 
  43. "Google Overview" (ইংরেজি ভাষায়)। Marketwatch। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২, ২০১৪ 
  44. Kuchinskas, Susan (আগস্ট ৯, ২০০৪)। "Yahoo and Google Settle" (ইংরেজি ভাষায়)। internet.com। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৯, ২০১০ 
  45. "Quirky Google Culture Endangered?"Wired। Associated Press। এপ্রিল ২৮, ২০০৪। ১৪ আগস্ট ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ২৭, ২০১০ 
  46. Olsen, Stefanie; Kawamoto, Dawn (এপ্রিল ৩০, ২০০৪)। "Google IPO at $2.7 billion"CNET (ইংরেজি ভাষায়)। CBS Interactive। সংগ্রহের তারিখ নভেম্বর ২৭, ২০১০ 
  47. Richard Utz, "The Good Corporation? Google's Medievalism and Why It Matters." Studies in Medievalism 23 (2013): 21-28.
  48. Rivlin, Gary (আগস্ট ২৪, ২০০৫)। "Relax, Bill Gates; It's Google's Turn as the Villain"The New York Times (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ নভেম্বর ২৭, ২০১০ 
  49. Gibson, Owen; Wray, Richard (আগস্ট ২৫, ২০০৫)। "Search giant may outgrow its fans"The Sydney Morning Herald (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ নভেম্বর ২৭, ২০১০ 
  50. Ranka, Mohit (মে ১৭, ২০০৭)। "Google – Don't Be Evil" (ইংরেজি ভাষায়)। OSNews। সংগ্রহের তারিখ নভেম্বর ২৭, ২০১০ 
  51. Mills, Elinor (এপ্রিল ৩০, ২০০৭)। "Google's culture czar"। ZDNet। ৩১ অক্টোবর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ২৭, ২০১০ 
  52. Kawamoto, Dawn (জুলাই ২৭, ২০০৫)। "Google hit with job discrimination lawsuit"CNET (ইংরেজি ভাষায়)। CBS Interactive। সংগ্রহের তারিখ নভেম্বর ২৭, ২০১০ 
  53. "Google accused of ageism in reinstated lawsuit" (ইংরেজি ভাষায়)। CTV Television Network। Associated Press। অক্টোবর ৬, ২০০৭। অক্টোবর ১১, ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ২৭, ২০১০ 
  54. "Judge approves first payout in antitrust wage-fixing lawsuit"CNET (ইংরেজি ভাষায়)। CBS Interactive। 
  55. Hancock, Jay (অক্টোবর ৩১, ২০০৭)। "Google shares hit $700" (ইংরেজি ভাষায়)। The Baltimore Sun। মে ৮, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ২৭, ২০১০ 
  56. La Monica, Paul R. (মে ২৫, ২০০৫)। "Bowling for Google" (ইংরেজি ভাষায়)। CNN। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৮, ২০০৭ 
  57. Pramuk, Jacob (আগস্ট ১০, ২০১৫)। "Google to become part of new company, Alphabet"CNBC (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ আগস্ট ১১, ২০১৫ 
  58. Fried, Ian (অক্টোবর ৪, ২০০২)। "A building blessed with tech success"CNET (ইংরেজি ভাষায়)। CBS Interactive। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৫, ২০১০ 
  59. Stross, Randall (সেপ্টেম্বর ২০০৮)। "Introduction"Planet Google: One Company's Audacious Plan to Organize Everything We Know (ইংরেজি ভাষায়)। New York: Free Press। পৃষ্ঠা 3–4। আইএসবিএন 978-1-4165-4691-7। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৪, ২০১০ 
  60. Sullivan, Danny (জুলাই ১, ১৯৯৮)। "GoTo Going Strong" (ইংরেজি ভাষায়)। SearchEngineWatch। ১৪ অক্টোবর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৮, ২০১০ 
  61. Pelline, Jeff (ফেব্রুয়ারি ১৯, ১৯৯৮)। "Pay-for-placement gets another shot"CNET (ইংরেজি ভাষায়)। CBS Interactive। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৮, ২০১০ 
  62. Olsen, Stephanie (আগস্ট ৯, ২০০৪)। "Google, Yahoo bury the legal hatchet"CNET (ইংরেজি ভাষায়)। CBS Interactive। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৮, ২০১০ 
  63. টেমপ্লেট:Ref patent
  64. Olsen, Stephanie (জুলাই ১১, ২০০৩)। "Google's movin' on up"CNET (ইংরেজি ভাষায়)। CBS Interactive। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৫, ২০১০ 
  65. "Google to buy headquarters building from Silicon Graphics"Silicon Valley / San Jose Business Journal (ইংরেজি ভাষায়)। San Jose: American City Business Journals। জুন ১৬, ২০০৬। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৫, ২০১০ 
  66. Krantz, Michael (অক্টোবর ২৫, ২০০৬)। "Do You "Google"?" (ইংরেজি ভাষায়)। Google, Inc.। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৭, ২০১০ 
  67. Bylund, Anders (জুলাই ৫, ২০০৬)। "To Google or Not to Google" (ইংরেজি ভাষায়)। msnbc.com। জুলাই ৭, ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৭, ২০১০ 
  68. "Is Googlism The New Religion?" (ইংরেজি ভাষায়)। APCMag.com। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৮, ২০০৯ 
  69. "The Official Church of Google" (ইংরেজি ভাষায়)। TheChurchofGoogle.org। ২২ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৫ 
  70. "Is Googlism The New Religion?" (ইংরেজি ভাষায়)। nytimes.com। সংগ্রহের তারিখ জুন ২৯, ২০০৩ 
  71. "Google is God -Here are the Reasons" (ইংরেজি ভাষায়)। AllISayIs.com। ৪ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ৫, ২০১৫ 
  72. Jane Wakefield (সেপ্টেম্বর ১৯, ২০১৩)। "Google spin-off Calico to search for answers to ageing"BBC News (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২০, ২০১৩ 
  73. "Google locations"Google Company (ইংরেজি ভাষায়)। Google, Inc। সেপ্টেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৪, ২০১৩ 
  74. Sullivan, Danny (সেপ্টেম্বর ১৪, ২০০৭)। "Google Is 10 Years Old? Finding The Real Google Birthday" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৮, ২০১৩ 
  75. Peterson, Andrea (সেপ্টেম্বর ২৭, ২০১৩)। "Is today really Google's birthday?"Washington Post (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৮, ২০১৩ 
  76. John Hall (সেপ্টেম্বর ২৬, ২০১৩)। "Google celebrates 15th birthday with interactive piñata 'doodle'"The Independent (ইংরেজি ভাষায়)। London। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৮, ২০১৩ 
  77. Samuel Gibbs (অক্টোবর ৭, ২০১৩)। "Sir Tim Berners-Lee and Google lead coalition for cheaper internet"The Guardian (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ অক্টোবর ৮, ২০১৩ 
  78. Reuters (অক্টোবর ১৭, ২০১৩)। "Google earnings up 12% in third quarter even as Motorola losses deepen"The Guardian (ইংরেজি ভাষায়)। ফেব্রুয়ারি ২৪, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১৮, ২০১৩ 
  79. Leo Mirani (নভেম্বর ১, ২০১৩)। "Inside Google's new 1-million-square-foot London office—three years before it's ready"Quartz (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ নভেম্বর ৬, ২০১৩ 
  80. Technology titans lead ranking of most valuable brands, NYTimes.com, October 8, 2014. Retrieved October 9, 2014.
  81. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ৩০ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৫ 
  82. Google Annual Report, Feb. 15, 2008
  83. "Form 10-K – Annual Report"EDGAR (ইংরেজি ভাষায়)। SEC। সংগ্রহের তারিখ জুলাই ৫, ২০১০ 
  84. Nakashima, Ellen (আগস্ট ১২, ২০০৮)। "Some Web Firms Say They Track Behavior Without Explicit Consent"The Washington Post (ইংরেজি ভাষায়)। The Washington Post Company। সংগ্রহের তারিখ জুলাই ৫, ২০১০ 
  85. Helft, Miguel (মার্চ ১১, ২০০৯)। "Google to Offer Ads Based on Interests"The New York Times (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ জুলাই ৫, ২০১০ 
  86. Bright, Peter (আগস্ট ২৭, ২০০৮)। "Surfing on the sly with IE8's new "InPrivate" Internet" (ইংরেজি ভাষায়)। Ars Technica। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১, ২০০৮ 
  87. এডসেন্স ফর কনটেন্ট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ আগস্ট ২০১২ তারিখে, এডসেন্স সম্পর্কে জানুন.
  88. "AdSense" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ অক্টোবর ১১, ২০০৯ 
  89. Mills, Elinor. "Google to offer advertisers click fraud stats." c net. July 25, 2006. Retrieved July 29, 2006.
  90. Stamoulis, Nick (মার্চ ২৪, ২০০৮)। "Why Companies Are Upset With Google's Search-Within-Search" (ইংরেজি ভাষায়)। Search Engine Optimization Journal। ২৯ মার্চ ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১২ 
  91. Mclntyre, Douglas (অক্টোবর ৩১, ২০০৮)। "Yahoo and Google may dump their deal" (ইংরেজি ভাষায়)। Bloggingstocks.com। অক্টোবর ২৯, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২৬, ২০১০ 
  92. Drummond, David (নভেম্বর ৫, ২০০৮)। "Ending our agreement with Yahoo!"The Official Google Blog. Googleblog.blogspot.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ অক্টোবর ২৬, ২০১০ 
  93. "Google Demo Slam" (ইংরেজি ভাষায়)। Google, Inc.। ১৬ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১৮, ২০১০ 
  94. "comScore Releases November 2009 U.S. Search Engine Rankings" (ইংরেজি ভাষায়)। ডিসেম্বর ১৬, ২০০৬। সংগ্রহের তারিখ জুলাই ৫, ২০১০ 
  95. Michael Arrington (জুলাই ২৫, ২০০৮)। "Google's Misleading Blog Post: The Size Of The Web And The Size Of Their Index Are Very Different" (ইংরেজি ভাষায়)। Techcrunch.com। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৩১, ২০১০ 
  96. Olsen, Stefanie (জুলাই ৯, ২০০৩)। "Google cache raises copyright concerns"CNET News (ইংরেজি ভাষায়)। CBS Interactive। সংগ্রহের তারিখ জুন ১৩, ২০১০ 
  97. টেমপ্লেট:Cite court
  98. টেমপ্লেট:Cite court
  99. Bosker, Bianca (সেপ্টেম্বর ২৯, ২০১০)। "Google Instant Censorship: The Strangest Terms Blacklisted By Google" (ইংরেজি ভাষায়)। The Huffington Post। সংগ্রহের তারিখ অক্টোবর ২৬, ২০১০ 
  100. Farhad Manjoo (আগস্ট ৩০, ২০০২)। "Conspiracy Researcher Says Google's No Good" (ইংরেজি ভাষায়)। AlterNet। ৯ মে ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১২, ২০০৯ 
  101. Dave Gussow (এপ্রিল ১৪, ২০০৩)। "Despite popularly, Google under fire for privacy issues"St. Petersburg Times (ইংরেজি ভাষায়)। ফেব্রুয়ারি ১২, ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১১, ২০০৮ 
  102. Tyler, Nathan. "Google to Launch Video Marketplace." Google. January 6, 2006. Retrieved February 23, 2007.
  103. Cohen, Michael (জানুয়ারি ১৪, ২০০৯)। "Official Google Video Blog: Turning Down Uploads at Google Video" (ইংরেজি ভাষায়)। Googlevideo.blogspot.com। সংগ্রহের তারিখ জানুয়ারি ২, ২০১০ 
  104. Pettersson, Edvard (নভেম্বর ২০, ২০০৯)। "Google Wins Preliminary Approval of Online Books Settlement" (ইংরেজি ভাষায়)। Bloomberg। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৮, ২০০৯ 
  105. Smith, Heather (ডিসেম্বর ১৮, ২০০৯)। "Google's French Book Scanning Project Halted by Court" (ইংরেজি ভাষায়)। Bloomberg। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৮, ২০০৯ 
  106. Rich, Motoko (মে ৩১, ২০০৯)। "Preparing to Sell E-Books, Google Takes on Amazon"The New York Times (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৮, ২০০৯ 
  107. Mayer, Marissa (জুলাই ২৫, ২০১০)। "This Week in Search 7/25/10"Official Google Blog (ইংরেজি ভাষায়)। Google, Inc.। সংগ্রহের তারিখ জুলাই ২৮, ২০১০ 
  108. "Google's Code Shift"। মার্চ ১০, ২০১১। ১০ মার্চ ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১০, ২০১১ 
  109. "How Pander/Farmer may be finding spun and plagiarised content." (ইংরেজি ভাষায়)। এপ্রিল ১৪, ২০১১। জুলাই ১৪, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ১৫, ২০১১ 
  110. Cashmore, Pete (এপ্রিল ১, ২০১০)। "Six ways Gmail revolutionized e-mail" (ইংরেজি ভাষায়)। London, England: Turner Broadcasting System, Inc.। সংগ্রহের তারিখ এপ্রিল ২, ২০১০ 
  111. Chitu, Ionut Alex. (ফেব্রুয়ারি ৭, ২০০৭)। "More People Can Sign up for a Gmail Account" (ইংরেজি ভাষায়)। Google Operating System Blog। সংগ্রহের তারিখ এপ্রিল ৩, ২০১০ 
  112. Glotzbach, Matthew (জুলাই ৭, ২০০৯)। "Google Apps is out of beta (yes, really)" (ইংরেজি ভাষায়)। Google, Inc.। সংগ্রহের তারিখ এপ্রিল ২, ২০১০ 
  113. Zibreg, Christian (ফেব্রুয়ারি ১১, ২০১০)। "Facebook strikes back at Google, integrates its chat with AOL Instant Messenger" (ইংরেজি ভাষায়)। Geek.com। para. 5। জানুয়ারি ১৬, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ২, ২০১০While Gmail's 146 million monthly users are no match for Facebook's 400+ million-strong user base, not all of them use built-in chat. 
  114. Lee, Elvin (নভেম্বর ১০, ২০০৯)। "Twice the storage for a quarter of the price" (ইংরেজি ভাষায়)। Google, Inc.। সংগ্রহের তারিখ এপ্রিল ৩, ২০১০ 
  115. Marshall, Gary (এপ্রিল ১, ২০১০)। "Happy sixth birthday, Google Mail!" (ইংরেজি ভাষায়)। TechRadar। মার্চ ২৭, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ৩, ২০১০ 
  116. Microsoft's Ballmer: Google Reads Your Mail ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ জানুয়ারি ২০০৯ তারিখে ChannelWeb, October 2007
  117. "Google's Gmail could be blocked" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৯, ২০১৪ 
  118. Rasch, Mark (জুন ১৫, ২০০৪)। "Google Gmail: Spook Heaven" (ইংরেজি ভাষায়)। The Register। সংগ্রহের তারিখ অক্টোবর ২৬, ২০১০ 
  119. "Gmail is too creepy" (ইংরেজি ভাষায়)। Google Watch। ২১ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৬ 
  120. "Google Privacy Center – Privacy Policy" (ইংরেজি ভাষায়)। Google। অক্টোবর ৩, ২০১০। সংগ্রহের তারিখ অক্টোবর ২৬, ২০১০ 
  121. Mazzon, Jen (মার্চ ৯, ২০০৬)। "Writely so" (ইংরেজি ভাষায়)। Google, Inc.। সংগ্রহের তারিখ এপ্রিল ৩, ২০১০ 
  122. "Google Announces limited test on Google Labs: Google Spreadsheets" (সংবাদ বিজ্ঞপ্তি) (ইংরেজি ভাষায়)। Google, Inc.। জুন ৬, ২০০৬। সংগ্রহের তারিখ এপ্রিল ৪, ২০১০ 
  123. Arrington, Michael (অক্টোবর ১০, ২০০৬)। "Google "Docs & Spreadsheets" Launches" (ইংরেজি ভাষায়)। TechCrunch। সংগ্রহের তারিখ এপ্রিল ৪, ২০১০ 
  124. Metz, Cade (অক্টোবর ৭, ২০১১)। "Article in Wired" (ইংরেজি ভাষায়)। Wired। সংগ্রহের তারিখ অক্টোবর ৭, ২০১১ 
  125. Levering, Robert; Moskowitz, Milton (জানুয়ারি ২২, ২০০৭)। Serwer, Andrew, সম্পাদক। "In good company"Fortune Magazine (ইংরেজি ভাষায়)। Cable News Network। 155 (1)। সংগ্রহের তারিখ জুন ১৯, ২০১০ 
  126. Levering, Robert; Moskowitz, Milton (ফেব্রুয়ারি ৪, ২০০৮)। Serwer, Andrew, সম্পাদক। "The 2008 list"Fortune Magazine (ইংরেজি ভাষায়)। Cable News Network। 157 (2)। সংগ্রহের তারিখ জুন ১৯, ২০১০ 
  127. "The 2012 list"Fortune Magazine (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৬, ২০১২ 
  128. Levering, Robert; Moskowitz, Milton (ফেব্রুয়ারি ২, ২০০৯)। Serwer, Andrew, সম্পাদক। "The 2009 list"Fortune Magazine (ইংরেজি ভাষায়)। Cable News Network। 159 (2)। সংগ্রহের তারিখ জুন ১৯, ২০১০ 
  129. Levering, Robert; Moskowitz, Milton (ফেব্রুয়ারি ৮, ২০১০)। Serwer, Andrew, সম্পাদক। "The 2010 list"Fortune Magazine (ইংরেজি ভাষায়)। Cable News Network। 161 (2)। সংগ্রহের তারিখ জুন ১৯, ২০১০ 
  130. "The World's Most Attractive Employers 2010" (ইংরেজি ভাষায়)। Universum Global। সেপ্টেম্বর ২৮, ২০১০। ১২ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২৮, ২০১০ 
  131. "Our Philosophy" (ইংরেজি ভাষায়)। Google, Inc.। সংগ্রহের তারিখ জুন ২০, ২০১০ 
  132. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; 10K নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  133. John Micco: Continuous Integration at Google Scale, EclipseCon 2013 (p.2)
  134. La Monica, Paul R. (মার্চ ৩১, ২০০৬)। "Google leaders stick with $1 salary" (ইংরেজি ভাষায়)। Cable News Network। সংগ্রহের তারিখ জুন ২০, ২০১০ 
  135. "Another Googler goes to Facebook: Sheryl Sandberg becomes new COO" (ইংরেজি ভাষায়)। Venture Beat। মার্চ ৪, ২০০৮। সংগ্রহের তারিখ মার্চ ৩১, ২০০৮ 
  136. Moritz, Scott (মার্চ ৪, ২০০৮)। "Top Google exec jumps to Facebook"। Fortune। ১৩ এপ্রিল ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ৩১, ২০০৮ 
  137. Liedtke, Michael (মার্চ ৫, ২০০৮)। "Facebook Raids Google for Executive"The Washington Post (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ মার্চ ৩১, ২০০৮ 
  138. "Netshops Inc. Appoints Ash ElDifrawi as Company's First Chief Marketing Officer" (সংবাদ বিজ্ঞপ্তি) (ইংরেজি ভাষায়)। NetShops। মার্চ ২৬, ২০০৮। সংগ্রহের তারিখ মার্চ ৩১, ২০০৮ 
  139. "Google Announces Fourth quarter and Fiscal Year 2010 Results and Management Changes" (ইংরেজি ভাষায়)। Google। সংগ্রহের তারিখ এপ্রিল ২৫, ২০১১ 
  140. Rushie, Dominic (জুলাই ১৬, ২০১২)। "Google executive Marissa Mayer to become Yahoo CEO in surprise move"The Guardian (ইংরেজি ভাষায়)। London। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১, ২০১২ 
  141. Womack, Brian (আগস্ট ১০, ২০১৫)। "Google Rises After Creating Holding Company Called Alphabet" (ইংরেজি ভাষায়)। Bloomberg L.P.। সংগ্রহের তারিখ নভেম্বর ২২, ২০১৬ 
  142. "Noogler chez Google" (ইংরেজি ভাষায়)। ১১ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৫ 
  143. Mediratta, Bharat (অক্টোবর ২১, ২০০৭)। "The Google Way: Give Engineers Room"The New York Times (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ জুন ২০, ২০১০ 
  144. Mayer, Marissa (speaker) (জুন ৩০, ২০০৬)। Marissa Mayer at Stanford University (Seminar) (ইংরেজি ভাষায়)। Martin Lafrance। event occurs at 11:33। সংগ্রহের তারিখ জুন ২০, ২০১০Fifty percent of what Google launched in the second half of 2005 actually got built out of 20% time. 
  145. "গুগল সম্পর্কে যে ২১টি তথ্য আপনার হয়তো অজানা"