গ্লোবাল ভয়েসেস সম্বন্ধে

ছবি তোলা হয়েছিল জানুয়ারী ২৫, ২০১৫ তারিখে ফিলিপাইন্সের সেবুতে, গ্লোবাল ভয়েসেসের দশ বছর পূর্তি উদযাপনের সময়

গ্লোবাল ভয়েসেস বিশ্বব্যাপী ১৪০০ জনের বেশী লেখক, অনুবাদক, বিশ্লেষক, মানবাধিকার কর্মী এবং অনলাইন মিডিয়া বিশেষজ্ঞের একটি ক্রমবর্ধমান কমিউনিটি (সমাজ)। আমরা একত্রে ইন্টারনেটের শক্তিকে ব্যবহার করে ভৌগলিক সীমানা পেরিয়ে পারস্পরিক বোঝাপড়া ও সমঝোতাকে এগিয়ে নিতে চেষ্টা করি।

আমরা কি করিঃ

রিপোর্টঃ আমাদের বহুভাষাভাষী সম্পাদক ও লেখকের দল একটি অলাভজনক ভার্চুয়াল বার্তাকক্ষ ব্যবহার করে সেই ব্যক্তি বা ঘটনা সম্পর্কে বর্ণনা করে যা গতানুগতিক সংবাদমাধ্যমে দেখা যায় না।

অনুবাদঃ আমাদের অনুবাদকদের আন্তর্জাতিক দল বিশ্বের ৪০টির ও বেশী ভাষায় আমাদের গল্পগুলো অনুবাদ করে থাকে যাতে ভাষা আর বাঁধা না হয়ে দাঁড়ায়।

সুরক্ষাঃ আমাদের অ্যাডভক্স প্রকল্প অনলাইন অধিকার এবং বাক স্বাধীনতাকে রক্ষার প্রত্যয়ে জনকল্যাণে বিভিন্ন সেন্সরশিপ ও ব্যবহারকারীর প্রতি আইনগত, প্রযুক্তিগত বা শারীরিক হুমকির বিরুদ্ধে সোচ্চার হয়।

ক্ষমতাপ্রদানঃ আমাদের রাইজিং ভয়েসেস প্রকল্প বিভিন্ন বিচ্ছিন্ন এবং প্রান্তিক জনগোষ্ঠীকে সরঞ্জাম, দক্ষতা এবং বিভিন্ন সহায়তা দিয়ে ক্ষমতায়ন করে।

গ্লোবাল ভয়েসেস এর সাধারণত দুটি বিশেষ প্রকল্প চলমান থাকে। ২০১৮ সালে এমন চলমান দুটি প্রকল্প হচ্ছে নিউজফ্রেমস গণমাধ্যম বিশ্লেষণ প্রকল্প এবং আমাদের অনুবাদ সেবা প্রকল্প যা একই ধরণের সংগঠনগুলোর জন্যে অনুবাদ সেবা প্রদান করে মূল্যের বিনিময়ে।

২০১৭ সালে অনুষ্ঠিত কলম্বো সামিটে গ্লোবাল ভয়েসেস লিঙ্গুয়া সম্প্রদায়ের সদস্যরা

সম্প্রদায়ঃ

গ্লোবাল ভয়েসেস এর মূল চালিকাশক্তি হচ্ছে এর সেচ্ছাসেবী প্রদায়কেরা। তারা খবর ও গল্পগুলো লেখা ও অনুবাদ ছাড়াও স্থানীয় বিষয়গুলো সম্পর্কে আন্তর্জাতিক পাঠক-পাঠিকাদের জন্যে বাড়তি ও সঠিক তথ্য প্রদান করে এবং উল্লেখযোগ্য উদ্যোগগুলো সম্পর্কে একই ধরনের সম্প্রদায়গুলোকে জানায়। আমাদের প্রদায়কদের জানুন

গ্লোবাল ভয়েসেস এর কাজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অলাভজনক গণমাধ্যম এবং এনজিওর সাথে অংশিদারিত্ব যাদের সাথে আমরা একটি সম্প্রদায়, একটি মিডিয়া প্রতিষ্ঠান, এবং বাক স্বাধীনতাকামী একদল যোদ্ধা হিসেবে কাজ করি। আসুন আমাদের অংশীদারদের সম্পর্কে জানুন

নেতৃত্ব এবং পরিচালনাঃ

গ্লোবাল ভয়েসেস পরিচালিত হয় একটি ব্যতিক্রমী ব্যবস্থাপনা, সম্পাদনা এবং পরিচালনা দল দ্বারা। আমাদের চুক্তিভুক্ত এবং নিয়মিত কর্মীরা সংশ্লিষ্ট শ্রমিক আইন এর আওতায় পরিচালিত হয়। আমাদের নেতৃত্বদানকারী দলকে জানুন

গ্লোবাল ভয়েসেস একটি পরিচালকদের বোর্ড কর্তৃক পরিচালিত হয়, যাদের মধ্যে রয়েছে আমাদের অনুদান প্রদানকারী প্রতিষ্ঠানের সদস্য, কর্মী, স্বেচ্ছাসেবক এবং আন্তর্জাতিক অনলাইন মিডিয়ার গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি। বোর্ড মেম্বাররা এ জন্যে কোন অর্থ পান না। বোর্ড সদস্যদের সাথে পরিচিত হউন।

আমাদের কাজ এবং কর্মীদের সাংগঠনিক কাঠামো সম্পর্কে আরও জানতে গ্লোবাল ভয়েসেস কমিউনিটি গাইডের ভূমিকা এবং দায়িত্ব পৃষ্ঠাটি দেখতে পারেন।

আইনগত অবস্থা

গ্লোবাল ভয়েসেস এখন নেদারল্যান্ডসে স্টিখটিং গ্লোবাল ভয়েসেস নামে নিবন্ধিত, যার প্রকৃতি একটি অলাভজনক ফাউন্ডেশন। আমরা দৈনন্দিন খরচ মেটাতে বিভিন্ন শর্তবিহিন অনুদান, সম্পাদনা কমিশন এবং কর্পোরেট বা ব্যক্তিগত অনুদান ব্যবহার করে থাকি। আমাদের কাজ সম্পর্কে আরও জানুন আমাদের বার্ষিক প্রতিবেদনের মাধ্যমে, যার মধ্যে আমাদের বার্ষিক আর্থিক প্রতিবেদন ও রয়েছে।

আরও জানতে চান? আমাদের ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চন্স (সর্বাধিক জিজ্ঞাসিত প্রশ্নমালা) পড়ুন।

আমাদের নিবন্ধিত ঠিকানাঃ

STICHTING GLOBAL VOICES
151 Kingsfordweg
1043GR Amsterdam
Netherlands
RISN No: 818855605

<![endif]-->