টক চেরি
টক চেরি | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Plantae |
শ্রেণীবিহীন: | Angiosperms |
শ্রেণীবিহীন: | Eudicots |
শ্রেণীবিহীন: | Rosids |
বর্গ: | Rosales |
পরিবার: | Rosaceae |
গণ: | Prunus |
উপগণ: | Cerasus |
প্রজাতি: | P. cerasus |
দ্বিপদী নাম | |
Prunus cerasus L. |
টক চেরি (বৈজ্ঞানিক নাম:Prunus cerasus) একপ্রকার চেরি জাতের ফল।[১]
গাছের উচ্চতা
[সম্পাদনা]গাছ প্রজাতিভেদে গুল্ম থেকে শুরু করে আট মিটার পর্যন্ত উঁচু হতে পারে। কোনো কোনো জাতের গাছ পাতা ও ডালপালায় বেশ ঝোপালো ধরনের। পাতা ৮ থেকে ১২ সেন্টিমিটার লম্বা, আগা আয়তাকার বা তীক্ষ। ফল দুই সেন্টিমিটার, সাধারণত লালচে বা কালো।[১]
বিবরণ
[সম্পাদনা]টক ও মিষ্টি চেরির গাছ প্রায় একই রকম। পার্থক্য শুধু স্বাদে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পৃথিবীর বিভিন্ন দেশে ৫০টির বেশি জাতের টক চেরির চাষ হতো। এপ্রিকট, চেরি ও নাশপাতির ফুল দেখতে প্রায় একই রকম। কিন্তু ফুল দেখে ফলের জাত আলাদা করা কঠিন। সারা পৃথিবীতে চেরি ফুল ও ফলের এতই রকমফের যে একটির সঙ্গে অন্যটির পার্থক্য অতি সূক্ষ্ম।[১]
উপকারিতা
[সম্পাদনা]প্রাথমিক গবেষণায় অংশগ্রহণকারীদের ঘুমাতে যাওয়ার আগে এবং পরে চেরি ফলের জুস (এক গ্লাসের অর্ধেক জুস ও অর্ধেক পানি) খেতে দেয়া হয়। এর সাথে সাথে তাদেরকে মেলাটোনিন (শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহে ঘুমের চক্র ঠিক রাখতে সহায়তা করে) জাতীয় খাদ্য গ্রহণ করা থেকে বিরত রাখা হয়। এরপর একটা চার্ট ও প্রশ্ন-উত্তরের মাধ্যমে তাদের ঘুমের অভ্যাস সম্পর্কে তথ্য নেয়া হয়। দেখা যায়, টক চেরি জুস তাদের রাতের ঘুম বৃদ্ধি করতে, দিনের বেলার ঘুম কমাতে ও ঘুমের দক্ষতা বাড়ায় সহায়তা করেছে। এর পিছনে কারণ হিসাবে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন- টক চেরি জুস দেহে মেলাটোনিনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে।[২]
শরীরতত্ত্ববিদ ডা. গ্লায়ন হোওয়াটসন বলেন-‘আগে আমরা কষ্টকর ব্যায়ামের পর টক চেরির জুস পান করতাম,যাতে শক্তি ফিরে পাই, তবে বর্তমানের পরীক্ষা দ্বারা দেখা যাচ্ছে, এর আরেকটি গুণও রয়েছে, তাহল- চেরি জুস ঘুম সহজ করে দেয়, বিশেষ করে যাদের অনিদ্রা রয়েছে বা কাজের চাপে ঠিকমত ঘুম হয় না।[২]
শীর্ষ চেরি উৎপাদনকারী দেশসমূহ
[সম্পাদনা]স্থান | দেশ | চুকা চেরি উৎপাদন (মেট্রিক টন)[৩] |
---|---|---|
১ | রাশিয়া | 235,000 |
২ | ইউক্রেন | 178,000 |
৩ | তুরস্ক | 140,000 |
৪ | পোল্যান্ড | 138,000 |
৫ | সার্বিয়া | 116,000 |
৬ | মার্কিন যুক্তরাষ্ট্র | 98,000 |
৭ | হাঙ্গেরি | 82,000 |
৮ | জার্মানি | 80,000 |
৯ | ইরান | 51,000 |
১০ | জর্জিয়া | 15,000 |
১১ | মলদোভা | 15,000 |
১২ | বেলারুশ | 15,000 |
১৩ | ডেনমার্ক | 14,000 |
১৪ | আলবেনিয়া | 8,200 |
১৫ | ক্রোয়েশিয়া | 7,500 |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ টক চেরি[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], মোকারম হোসেন, দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ২৯-০৮-২০১২ খ্রিস্টাব্দ।
- ↑ ক খ অনিদ্রা চিকিৎসায় চেরি ফলের জুস[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], আইটি নিউজ ২৪। ঢাকা থেকে প্রকাশের তারিখ: খ্রিস্টাব্দ।
- ↑ "প্রধান খাদ্য এবং কৃষি পণ্য এবং উৎপাদনকারী"। জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা।