হেল্লেন
অবয়ব
- উল্লেখ্য: এই হেল্লেন ও ট্রয়ের হেলেন বা ট্রয়ের রাজা প্রিয়ামের পুত্র হেলেনুস একই ব্যক্তি নয়।
গ্রিক পুরাণে, হেল্লেন ছিল দেউকালিয়ন ও এপিমেথেউস-কন্যা পাইরার পুত্র এবং থায়ইয়া, আম্ফিক্তিয়ন, ওরেস্থেউস, প্রোতোজেনেইয়া ও পান্দোরা ২য় এর ভাই। সে ওর্সেইস নামক এক নাইয়াদকে বিয়ে করে এবং তাদের পুত্রেরা হল - আইওলুস, জুথুস ও দোরুস। তার তিন পুত্র থেকে পরবর্তীতে আইওলীয়, দোরীয় ও আকাইউসীয় নামে তিনটি জাতির উদ্ভব হয়।
পুরাণ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |