সম্পদ কর
অবয়ব
সম্পদ কর (ইংরেজিতে wealth tax, capital tax বা equity tax) কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের (কোনও সত্তার) অধিকারে থাকা সম্পদের উপরে প্রযুক্ত করকে বোঝায়। এর মধ্যে ব্যক্তিগত সম্পদ, যেমন নগদ অর্থ, ব্যাংকে গচ্ছিত অর্থ, স্থাবর সম্পত্তি, বীমা পরিকল্পনা ও অবসর বৃত্তি পরিকল্পনাতে বিদ্যমান সম্পদ, কর্পোরেশন নয় এমন ব্যবসা কারবারের মালিকানা, আর্থিক লগ্নিপত্র এবং ব্যক্তিগত তহবিল, ইত্যাদি অন্তর্ভুক্ত থাকতে পারে।[১] সাধারণত দায়গুলিকে (মূলত বন্ধক ও অন্যান্য ঋণ) একজন ব্যক্তির সম্পদের গণনা থেকে বাদ দেওয়া হয়। সেজন্য অনেক সময় সম্পদ করকে নিট সম্পদ কর নামেও ডাকা হয়। সম্পদ কর পরিকল্পনাগুলিকে বিশ্বের বহু দেশে প্রয়োগ করা হয়েছে এবং এগুলির উদ্দেশ্য ব্যক্তির হাতে সম্পদের পুঞ্জীভবন হ্রাস করা।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ Edward N. Wolff, "Time for a Wealth Tax?", Boston Review, Feb–Mar 1996 (recommending a net wealth tax for the US of 0.05% for the first $100,000 in assets to 0.3% for assets over $1,000,000 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ মে ২০০৮ তারিখে