দিদি এখানে থাকা "ন্যাশনাল" পরিবর্তন করে "জাতীয়" লেখা দরকার। কেননা এটি বাংলায় "জাতীয় কিবোর্ড" ও ইংরেজিতে "Jatiyo Keyboard" বা "National Keyboard" নামেও পরিচিত। সূত্র: বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে প্রকাশিত নির্দেশিকা (আপনার বিজয় না থাকলে হিজিবিজি কিছু অক্ষর দেখবেন, এটি ব্যবহার করে কী লেখা তা যাচাই করতে পারেন, বিশেষ করে ১২ নং পাতায় মূল সফটওয়ারের স্ক্রিনশটে নাম দেখুন), দৈনিক প্রথম আলো। এখন উইকিতে আমাদের প্রতিবর্ণীকরণ না করে বাংলা নামটা লেখাই যুক্তিপূর্ণ হবে। একটু ঠিক করার ব্যবস্থা করুন।
User talk:Runab WMF
Appearance
আপাতত একটা ফ্যাবরিকেটর টাস্ক ফাইল করে দিয়েছি। জানিয়ে ভাল করেছেন। ধন্যবাদ।
You are not logged in. To receive attribution with your name instead of your IP address, you can log in or create an account.
By clicking "Reply", you agree to our Terms of Use and agree to irrevocably release your text under the CC BY-SA 4.0 License and GFDL.
Reply to "সংশোধন দরকার"
প্রায় চার মাস আগে https://translatewiki.net/wiki/Wikimedia:Uls-uls-search-placeholder/bn সংশোধন করেছিলাম, সংশোধনটি এখানেও এসেছে কিন্তু সংশোধনটি এখনো উইকিতে আসছে না। একটু দেখবেন কী কি কারণে এখনো উইকিতে সংশোধিত অনুবাদটি আসছে না?
বাংলা উইকি নতুন ভেক্টর ব্যবহার করে। নতুন ভেক্টরে, ভাষা আইকনে ক্লিক করলে যে ডায়ালগ আসে, তাতে "একটি ভাষার জন্য অনুসন্ধান করুন"-এর শেষের শব্দটি কেটে যাচ্ছে দেখে (স্ক্রিনশট), অনুবাদ সংশোধন করে অনুবাদ ছোট করেছিলাম।
সুপ্রভাত! চার মাস ধরে না দেখালে সত্যিই এটা একটু অদ্ভুত। জিজ্ঞাসা করে একটু পরে এখানে আবার জানাচ্ছি।
@আফতাবুজ্জামান এটা আমরা পরীক্ষা করেছি। আপনি সব ঠিক অনুবাদ করেছেন। এটা গেরিট-এ আরেক জায়গায় আপডেট করার প্রয়োজন যা হয়নি। আমার সহযোগী অভিজিৎ এটা করবেন এবং আগামী সপ্তাহে এটা উইকিতে দেখা যাওয়া উচিত। আমরাও নজর রাখব যাতে এটা ঠিক করে সংশোধিত হয়। জানানোর জন্য অনেক ধন্যবাদ।
@আফতাবুজ্জামান এটা এখন কাজ করা উচিত। সুবিধামত একবার যাচাই করে জানিয়ে দেবেন সব ঠিক দেখা যাচ্ছে কি না।
আমি টেস্ট উইকিতে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। বাংলা উইকি সফটওয়্যার হালনাগাদ পাওয়ার তৃতীয় গ্রুপে। এই কারণে সম্ভবত বাংলা উইকিতে এখনো আসেনি।
আজ চলে এসেছে। ধন্যবাদ আপনাকে ও অভিজিৎকে।
@আফতাবুজ্জামান চমৎকার! ভাল থাকবেন।
You are not logged in. To receive attribution with your name instead of your IP address, you can log in or create an account.