বিষয়বস্তুতে চলুন

লাওৎসি

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

লাওৎসি চীনের একজন দার্শনিক, লেখক, এবং তাওয়ে তে অগ্রগামী। তার শ্রেষ্ঠ কৃতি 'তাও তে চিং কিং' বা 'দাওদে জিং' নামে পরিচিত। তিনি বিশ্বাস করতেন যে, নিরাপদ এবং সহজ জীবনের মাধ্যমে মানুষ শান্তি এবং সমৃদ্ধির সাধন করতে পারেন।


উক্তি

[সম্পাদনা]
  • তোমার প্রতি কারো গভীর ভালোবাসা তোমাকে শক্তি জোগাবে আর কারো প্রতি তোমার গভীর ভালোবাসা তোমাকে সাহসী করে তুলবে।
    • www.goodreads.com


  • সততা, ধৈর্য ও সহমর্মিতা; এই তিনটি গুণ হলো সবচেয়ে বড় গুপ্তধন।
    • Tao Te Ching
  • হাজার মাইলের যাত্রাটিও একটি ক্ষুদ্র পদক্ষেপ দিয়ে শুরু হয়।
    • www.goodreads.com
  • অন্যকে বুঝতে পারা হলো বুদ্ধিমত্তা আর নিজেকে বুঝতে পারা হলো প্রকৃত জ্ঞান। অন্যকে নিয়ন্ত্রণ করতে পারা সাময়িক ক্ষমতা আর নিজেকে নিয়ন্ত্রন করা স্থায়ী ক্ষমতা।
    • Tao Te Ching
  • জীবন হলো প্রাকৃতিক এবং স্বাভাবিক পরিবর্তনের একটি ধারা। এখানে সুখ-দুঃখ উভয়ই থাকবে। দুঃখকে এড়ানোর চেষ্টা না করে সব কিছুকে সহজভাবে গ্রহণ করতে হবে।
    • www.goodreads.com
  • যারা কিছু জানে, তারা বলে না আর যারা বলে তারা জানে না।
    • Tao Te Ching
  • নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকলে এবং অন্যের সাথে নিজের তুলনা বা প্রতিযোগিতা না করলেই, অন্যরা তোমাকে সম্মান করবে।
    • Tao Te Ching
  • সত্য সবসময় সুন্দর হয় না আবার সুন্দর কথাও সব সময় সত্য হয় না।
    • Tao Te Ching
  • সময় একটি সৃষ্টবস্তু। আমার সময় নেই বলার মানে হলো আমি করতে চাই না।
    • www.goodreads.com
  • সেরা যোদ্ধা কখনো রাগান্বিত হয়না।
    • www.goodreads.com
  • যাদের বাহ্যিক সাহস রয়েছে তারা মৃত্যুকে ভয় পায় আর যাদের হৃদয়ে সাহস রয়েছে তারা বাঁচতে ভয় পায়।
    • Tao Te Ching
  • তোমার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকো। যখন তুমি বুঝবে তোমার কোনো অভাব নেই, তখনই পুরো পৃথিবী তোমার হয়ে যাবে।
    • www.goodreads.com
  • নীরবতা একটি বিশাল শক্তির উৎস।
    • www.goodreads.com
  • প্রত্যাশা ছাড়া কাজ করো।
    • www.goodreads.com
  • তুমি কে? এবং তুমি কী চাও? এর উত্তর তোমার সত্তার মাঝে পেয়ে যাবে।
    • www.goodreads.com
  • একজন প্রকৃত ভ্রমণপিপাসুর কোনো নির্দিষ্ট গন্তব্য থাকেনা।
    • www.goodreads.com
  • যে নিজেকে বিশ্বাস করে, সে অন্যকে বোঝানোর চেষ্টা করে না। যে নিজেকে নিয়ে সন্তুষ্ট, তার অন্যের অনুমোদনের প্রয়োজন হয়না আর যে নিজেকে গ্রহণ করে পুরো পৃথিবী তাকে গ্রহণ করে।
    • www.goodreads.com
  • যদি তুমি অতীত নিয়ে ভাবতে থাকো, তাহলে তুমি হতাশায় ভুগবে। যদি তুমি ভবিষ্যত নিয়ে চিন্তা করো, তবে তুমি উদ্বিগ্ন হবে। আর যদি তুমি বর্তমানে থাকো তবে তুমি শান্তিতে থাকবে।
    • www.goodreads.com
  • প্রকৃতি কখনোই তাড়াহুড়ো করে না তবুও সবকিছু সঠিক ভাবে সম্পন্ন হয়।
    • www.goodreads.com
  • সফলতা অর্জন করার জন্য সব ধরনের সমস্যাকে সুযোগে পরিণত করতে হবে।
    • www.goodreads.com
  • "লোকে কী ভাববে" এই চিন্তা আমাদেরকে দাস বানিয়ে ফেলে।
    • www.goodreads.com
  • অতিরিক্ত চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখতে পারলেই তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে।
    • www.goodreads.com

আরও দেখুন

[সম্পাদনা]

লাওৎসি

বহিঃসংযোগ

[সম্পাদনা]

উইকিপিডিয়ার সহপ্রকল্পে লাওৎসি উইকিঅভিধান হতে সংজ্ঞা কমন্স হতে মিডিয়া উইকিসংবাদ হতে সংবাদ উইকিউক্তি হতে উক্তিসমূহ উইকিসংকলন হতে পাঠ্যসমূহ উইকিবই হতে পাঠ্যবই উইকিবিশ্ববিদ্যালয় হতে শিক্ষা উপকরণ