ধর্ষণ
অবয়ব
ধর্ষণ এক ধরনের যৌন নিগ্রহ। সাধারণত একজন ব্যক্তির অনুমতি ব্যতিরেকে তার সঙ্গে যৌনসঙ্গম বা অন্য কোনো ধরনের যৌন অনুপ্রবেশ ঘটানোকে ধর্ষণ বলা হয়। ধর্ষণ শারীরিক বলপ্রয়োগ, অন্যভাবে চাপ প্রদান কিংবা কর্তৃত্বের অপব্যবহারের মাধ্যমে সংঘটিত হতে পারে। অনুমতি প্রদানে অক্ষম (যেমন- কোনো অজ্ঞান, বিকলাঙ্গ, মানসিক প্রতিবন্ধী কিংবা অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি) এরকম কোনো ব্যক্তির সঙ্গে যৌনমিলনে লিপ্ত হওয়াও ধর্ষণের আওতাভুক্ত। ধর্ষণ শব্দটির প্রতিশব্দ হিসেবে কখনো কখনো 'যৌন আক্রমণ' শব্দগুচ্ছটিও ব্যবহৃত হয়।
উক্তি
[সম্পাদনা]- একটা প্রবাদই আছে, ধর্ষণ যখন অনিবার্য তখন শুয়ে পড়ুন এবং তা উপভোগ করুন।"
- স্পিকারের বক্তব্যের জবাবে রমেশ কুমার যখন অনিবার্য তখন উপভোগ করুন: সংসদে কংগ্রেস নেতা বলেন
- ধর্ষণ একটি অপরাধ, এবং টেক্সাস নিরলসভাবে কাজ করবে যাতে আমরা টেক্সাসের রাস্তা থেকে সমস্ত ধর্ষককে চিরতরে সরিয়ে দিতে পারি।
- গ্রেগ অ্যাবট অনুসারে "গ্রেগ অ্যাবট দাবি করেছেন টেক্সাসের নো-ব্যতিক্রম গর্ভপাত আইন ঠিক আছে কারণ তিনি ধর্ষণ নির্মূল করতে যাচ্ছেন" (৭:সেপ্টেম্বর ২০২১)
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় ধর্ষণ সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।