বর
অবয়ব
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত। |
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। |
বর জামাই | |
---|---|
একজন বর হলেন সেই পুরুষ যার শীঘ্রই বিয়ে হবে বা সম্প্রতি বিয়ে হয়েছে।
বিয়ের পরে বরকে নতুন জামাই বলা হয়। নতুন জামাইকে বিভিন্নভাবে আপ্যায়ন করা হয়। শীতকালে নতুন জামাই এর জন্য পিঠা-পুলি ইত্যাদি আয়োজন করা হয়। মৌসুমি ফল এর সময়ে বর এর বাড়ীতে বিভিন্ন রকম ফল পাঠানো হয় কনের বাড়ি থেকে।