বিষয়বস্তুতে চলুন

নরকভোগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নরকভোগ বা অভিশাপ হলো পরকালের পাপের জন্য ঐশ্বরিক শাস্তি এবং যন্ত্রণার ধারণা।

প্রাচীন মিশরীয় ধর্মীয় ঐতিহ্যে, এটা বিশ্বাস করা হত যে নাগরিকরা মাআতের ৪২ নেতিবাচক স্বীকারোক্তি পাঠ করবে কারণ তাদের হৃদয় সত্যের পালকের বিরুদ্ধে ওজন করা হয়েছিল। যদি নাগরিকের হৃদয় পালকের চেয়ে ভারী হয় তবে বলা হয়েছিল যে এটি আম্মিত গ্রাস করবে।

জরাথুস্ট্রবাদ ফ্রেশোকেরেতি নামে শেষ বিচারের পরকালবিদ্যাগত ধারণা গড়ে তুলেছিল যেখানে মৃতদের জীবিত করা হবে এবং ধার্মিকরা দুধের নদী দিয়ে যাত্রা করবে এবং দুষ্টদের গলিত ধাতুর নদীতে পুড়িয়ে ফেলা হবে।

খ্রিস্টধর্মের মতো আব্রাহামীয় ধর্মে মানুষের একই রকম ধারণা রয়েছে যে তারা তাদের পাপের জন্য গেহেন্নাতে অনন্তকাল কাটাবে নাকি স্বর্গে অনন্তকাল কাটাবে তা নির্ধারণ করতে মৃত্যুর পরে বিচারের মুখোমুখি হয়। অভিশপ্ত মানুষকে "অভিশাপে" বলা হয় হয় নরকে অথবা এমন অবস্থায় বাস করে যেখানে তারা স্বর্গ থেকে বিচ্ছেদ হয় অথবা ঈশ্বরের অনুগ্রহ থেকে অপমানিত অবস্থায় থাকে।

ধর্মীয় অর্থ অনুসরণ করে, দমনগোদ্দমন শব্দগুলি ধর্মীয় অশ্লীলতার সাধারণ রূপ, আধুনিক সময়ে প্রায়শই শব্দার্থগতভাবে হস্তক্ষেপের মর্যাদায় দুর্বল হয়ে পড়ে।

তথ্যসূত্র

[সম্পাদনা]

আরও পড়ুন

[সম্পাদনা]