চুরাহী ভাষা
চুরাহী | |
---|---|
𑚏𑚰𑚤𑚭𑚩𑚯, चुराही | |
দেশোদ্ভব | হিমাচল প্রদেশ |
অঞ্চল | চম্বা জেলা |
মাতৃভাষী | ৭৫,৫৫২ (২০১১ জনগণনা)[১] বেশ কিছু চুরাহীভাষী নিজেদের হিন্দি ও পাহাড়িভাষী বলে উল্লেখ করছেন |
টাকরী, দেবনাগরী লিপি | |
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-৩ | cdj |
গ্লোটোলগ | chur1258 (Churahi)[২] |
চুরাহী ভাষা (টাকরী: 𑚏𑚰𑚤𑚭𑚩𑚯) পশ্চিমা পাহাড়ী ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি ভাষা, যা মূলত উত্তর ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের চাম্বা জেলার চুরাহ উপত্যকাকে কেন্দ্র করে বসবাসকারী জনগোষ্ঠীর ভাষা৷ ইউনেস্কো এই ভাষাটিকে ভারতের অধিকতর বিপন্ন ও অসংরক্ষিত ভাষাগুলির তালিকাভুক্ত করেছে৷[৩][৪]
লিপি
[সম্পাদনা]চুরাহী ভাষার জন্য ব্যবহৃত মূল লিপি হলো টাকরী লিপির একটি বিশেষ স্থানীয় প্রকার, যা চম্বিয়ালী লিপি নামে পরিচিত৷ তবে ভারতের স্বাধীনতা লাভের পর দেবনাগরী লিপি এই লিপিটিকে প্রতিস্থাপিত করে৷
জনসংখ্যা
[সম্পাদনা]চুরাহী ভাষাভাষী লোক মূলত চুরাহ অঞ্চলে থাকেন৷ ২০১১ খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী ভারতে চুরাহী ভাষাভাষীর সংখ্যা ৭৫,৫৫২ জন, যেখানে ২০০১ খ্রিস্টাব্দে এই জনসংখ্যা ছিলো ৬১,১৯৯ জন৷[৫] জন সচেতনতার অভাবে যথেষ্ট সংখ্যক লোক নিজেদের হিন্দি এবং পাহাড়ী ভাষা (পাহাড়ি মূলত হিমাচলের ভাষাগুলিকে একত্রিত করতে কেন্দ্রীয় সরকার প্রবর্তিত নাম) বলে উল্লেখ করেছেন৷
- ভারত - ৭৫,৫৫২
- হিমাচল প্রদেশ - ৭৫,৫০২ (১.১০%)
- চম্বা জেলা - ৭৪,৭৭২ (১৪.৪০%)
- চুরাহ ব্লক - ৬৭,৫৫২ (৮৫.৫২%)
- সালুনী ব্লক - ৬,৭৮০ (১৪.১৪%)
- চম্বা জেলা - ৭৪,৭৭২ (১৪.৪০%)
প্রবচন
[সম্পাদনা]টাকরি লিপিতে | দেবনাগরী লিপিতে | প্রতিবর্ণী | বাংলা অর্থ |
---|---|---|---|
𑚀𑚜𑚜𑚰 𑚢𑚳𑚩𑚘𑚰 𑚀𑚜𑚢𑚭 | अधधु मैहणु अधमा | অধধু মৈহণু অধমা | শূন্য কলসে শব্দ অধিক |
𑚆𑚅𑚖𑚯 𑚊𑚥 𑚑𑚙𑚤𑚱𑚖𑚭 | एऊडी कल जतरूडा | এঊডী কল জতরূডা | যেমন আধার তেমন তরল |
𑚢𑚤𑚝𑚰 𑚙 𑚜𑚶𑚤𑚰𑚦 𑚚𑚴𑚪𑚭 𑚊𑚤𑚝𑚯 | मरनु त ध्रुव थॊड़ा करनी | মরনু ত ধ্রুব থোড়া করনী | অপরাধীর ছলের অভাব নেই |
𑚑𑚲𑚃 𑚊𑚭𑚥𑚱 𑚡𑚰𑚙𑚮𑚣𑚭 𑚙𑚲𑚃 𑚛𑚶𑚦𑚭𑚤𑚭 𑚡𑚲𑚪𑚮𑚣𑚴𑚤𑚱 | जेई कालू भुतिया तेई द्वारा भेड़ियोरू | জেঈ কালূ ভুতিয়া তেঈ দ্বারা ভেড়িয়োরূ | যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় |
বর্তমান অবস্থা
[সম্পাদনা]চুরাহী ভাষাটি সাধারণভাবে পাহাড়ি অথবা হিমাচলি ভাষা নামে পরিচিত। তবে কারো কারো মতে বৃহত্তর পাঞ্জাবির ডোগরি ভাষার একটি উপভাষা। এই ভাষাটি কোন সরকারি পদমর্যাদা নেই এবং এটি বর্তমানে হিন্দি ভাষার একটি উপভাষা হিসেবে পরিগণিত হয়। ইউনেস্কোর তথ্য অনুসারে এই ভাষাটি বিপন্ন ভাষার তালিকাভুক্ত, যার অর্থ অধিকাংশ চুরাহী ভাষাভাষী শিশুরা নিজের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষালাভে অক্ষম।[৬]
ভারতের সংবিধানের অষ্টম তফসিলে পাহাড়ী হিমাচলি ভাষাগুলির অন্তর্ভুক্তির জন্য ২০১০ খ্রিস্টাব্দে সিংহভাগ সম্মতিতে বিষয়টি রাজ্য বিধানসভায় উপস্থাপিত হয়৷[৭] ছোটো ছোট সংস্থাগুলির দাবীকে বাদ দিতে সরকারীভাবে বিশেষ ঐই ভাষাগুলি সংরক্ষণ ও মান্যতা দানের কোনো বড় পদক্ষেপ নেওয়া হয় নি৷[৮] রাজনৈতিক প্রভাবে ভাষাগুলির অধিকাংশের সাথেই হিন্দি ভাষাগোষ্ঠীর কোনরূপ পারস্পরিক সম্পর্ক না থাকলেও পাহাড়ি এই ভাষাগুলি হিন্দি ভাষার অন্তর্গত একেকটি উপভাষা হয়ে রয়েছে৷[৯]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Statement 1: Abstract of speakers' strength of languages and mother tongues - 2011"। www.censusindia.gov.in। Office of the Registrar General & Census Commissioner, India। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-০৭।
- ↑ হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "Churahi"। গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।
- ↑ "UNESCO Atlas of the World's Languages in danger"। Unesco.org। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১২।
- ↑ "Endangered Language Churahi"।
- ↑ [১]
- ↑ "Endangered Language"।
- ↑ "Pahari Inclusion"। Zee News।
- ↑ "Pahari Inclusion"। The Statesman। ১৭ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২০।
- ↑ "Indian Language Census" (পিডিএফ)।