বিষয়বস্তুতে চলুন

চুখাংফা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

চুখাংফা (ইংরেজি: Sukhaangphaa; অসমীয়া: চুখাংফা) আহোম সাম্রাজ্যের চতুর্থ রাজা ছিলেন। তিনি তৃতীয় আহোম রাজা সুবিনফার পুত্র ছিলেন।[] তার শাসনকালে আহোম সাম্রাজ্য প্রতিবেশী রাজ্যের সহিত যুদ্ধ জড়িত হয়। আহোম সাম্রাজ্য ১৩২৪ সালে কমতা রাজ্যের রাজা প্রতাপধ্বজের সহিত যুদ্ধ ঘোষণা করে। যুদ্ধটি বহুদিন ব্যাপী চলেছিল। কিন্তু চুখাংফা কমতা রাজ্যের রাজা প্রতাপধ্বজের বোন রজনীকে বিবাহ করার পর যুদ্ধের মীমাংসা হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]