বিষয়বস্তুতে চলুন

চাকদহ

স্থানাঙ্ক: ২৩°০৫′ উত্তর ৮৮°৩১′ পূর্ব / ২৩.০৮° উত্তর ৮৮.৫২° পূর্ব / 23.08; 88.52
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চাকদহ
শহর
চাকদহ পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
চাকদহ
চাকদহ
চাকদহ ভারত-এ অবস্থিত
চাকদহ
চাকদহ
পশ্চিমবঙ্গে অবস্থান
স্থানাঙ্ক: ২৩°০৫′ উত্তর ৮৮°৩১′ পূর্ব / ২৩.০৮° উত্তর ৮৮.৫২° পূর্ব / 23.08; 88.52
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলানদিয়া
আয়তন
 • মোট১৫.৩৬ বর্গকিমি (৫.৯৩ বর্গমাইল)
উচ্চতা১১ মিটার (৩৬ ফুট)
জনসংখ্যা (২০১১)
 • মোট১,৩২,৮৫৫
 • জনঘনত্ব৮,৬০০/বর্গকিমি (২২,০০০/বর্গমাইল)
ভাষাসমূহ
 • প্রাতিষ্ঠানিকবাংলা, ইংরেজি
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)
পিন৭৪১২২২
ওয়েবসাইটwww.chakdaha.org

চাকদহ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার একটি শহর ও পৌরসভা এলাকা।

ইতিহাস

[সম্পাদনা]
চাকদহ কলেজ

চাকদহ বা চাকদা নদীয়ার একটি প্রাচীন জনপদ। পুরাণে কথিত আছে ভাগীরথী নদী (গঙ্গা) আনয়নকালে প্রচন্ড বর্ষনের কারণে ভগীরথের রথের চাকা এখানে বসে যায়। তিনি সেই চাকা টেনে তোলেন ও প্রকান্ড দহের সৃষ্টি হয়। সেই থেকে নাম হয় 'চক্রদহ' কালক্রমে তা চাকদহ বা চাকদা'তে পরিনত হয়েছে। চাকদহের নিকট পালপাড়ায় (অতীতে প্রদ্যুম্ননগর) একটি টেরাকোটা মন্দির বর্তমান[]। চাকদহের কাজীপাড়ায় প্রথম বিলাতগামী বাঙালি মির্জা মির্জা শেখ ইতেশামুদ্দীনের (এহতেশামুদ্দিন) বসতবাড়ি ও জন্মস্থানটি জীর্নপ্রায়। এটি কাজীপাড়া মসজিদ নামে খ্যাত।

চাকদহের গঙ্গার পারে এশিয়ার বৃহত্তম পেপার মিল "সুপ্রিম পেপার মিল" অবস্থিত।

কাজীপাড়ার প্রাচীন মসজিদ, চাকদহ

ভৌগোলিক উপাত্ত

[সম্পাদনা]

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৩°০৫′ উত্তর ৮৮°৩১′ পূর্ব / ২৩.০৮° উত্তর ৮৮.৫২° পূর্ব / 23.08; 88.52[] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ১১ মিটার (৩৬ ফুট)।

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে চাকদহ শহরের জনসংখ্যা হল ৮৬,৯৬৫ জন।[] এর মধ্যে পুরুষ ৫১% এবং নারী ৪৯%।

এখানে সাক্ষরতার হার ৭৯%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৪% এবং নারীদের মধ্যে এই হার ৭৫%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে চাকদহ এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ৯% হল ৬ বছর বা তার কম বয়সী।

পরিবহন

[সম্পাদনা]

চাকদহ শহরটি কলকাতা ও জেলা সদর শহর কৃষ্ণনগরের সাথে রেল পথে সুসংযুক্ত। শেয়ালদহ বিভাগের লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন চলাচল করে চাকদহ রেলওয়ে স্টেশন দিয়ে। এছাড়া ৩৪ নং জাতীয় সড়ক চাকদহকে কলকাতা ও উত্তরবঙ্গের সঙ্গে যুক্ত করেছে। চাকদহ বনগা রোড দ্বারাও এই শহরের সাথে উত্তর ২৪ পরগনা জেলার সাথে যোগাযোগ আছে।পাশেই গঙ্গা রয়েছে,তাই জল পথেও বিভিন্ন জায়গার সাথে যোগাযোগ আছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. প্রথম খন্ড, নারায়ন সান্যাল (১৯৯০)। রূপনঞ্জরী (ইংরেজি ভাষায়)। কলকাতা: দেজ পাবলিশিং। পৃষ্ঠা ৩৯১। 
  2. "Chakdaha"Falling Rain Genomics, Inc (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৫, ২০০৬ 
  3. "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৫, ২০০৬ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]