কুন্দুজ
অবয়ব
কুন্দুজ کندز | |
---|---|
Province | কুন্দুজ |
Coordinates | ৩৬°৪৪′ উত্তর ৬৮°৫২′ পূর্ব / ৩৬.৭৩° উত্তর ৬৮.৮৬° পূর্ব |
Population (2006[হালনাগাদ]) | ২,৬৪,১০০ (5th) |
Area - Elevation |
৩৯৭ মি (১,৩০২ ফু) |
Time zone | UTC+4:30 Kabul |
কুন্দুজ উত্তর-পূর্ব আফগানিস্তানে তাজিকিস্তান সীমান্তের কাছে অবস্থিত শহর এবং কুন্দুজ প্রদেশের রাজধানী। একটি অর্ধ-ঊষর অঞ্চলে কুন্দুজ নদীর পানি সেচ করে নির্মিত একটি মরুদ্যানকে কেন্দ্র করে শহরটি গড়ে উঠেছে। রেশম ও তুলার বস্ত্র উৎপাদন এবং খাবার প্রক্রিয়াকরণ এখানকার প্রধান শিল্প। এখানে একটি আধুনিক বিমান অবতরণ ক্ষেত্র আছে এবং এখান থেকে উত্তরে তাজিক সীমান্ত পর্যন্ত ও দক্ষিণে দেশের রাজধানী কাবুল পর্যন্ত মহাসড়ক চলে গেছে।