Skip to content

Latest commit

 

History

History
10 lines (8 loc) · 2.74 KB

users.md

File metadata and controls

10 lines (8 loc) · 2.74 KB
description
সতর্ক বার্তাঃ কেউ যদি বইটির কোন অংশ খারাপ উদ্দেশ্যে বা বাণিজ্যিক উদ্দেশ্য ব্যবহার করে তাহলে কপিরাইট আইন অন্তর্ভুক্ত সকল প্রকার প্রক্রিয়া অনুসরণ করতে বাধ্য থাকব।

কাদের জন্য জাভাস্ক্রিপ্ট?

বইটির বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বইটিকে Beginner থেকে Advanced লেভেলের যারা আছে সবার উদ্দেশ্যে। সরল ও সাবলীল ভাষায় বইটি লিখিত। চেষ্টা করেছি মজা করে লিখার। কিছু বিনোদন যুক্ত শব্দ প্রয়োগ করা হয়েছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । তবে যারা জাভাস্ক্রিপ্ট শিখতে আগ্রহী তাদের এইচটিএমএল ,সিএসএস শিখে নেওয়াটা ভাল তাহলে যখন ডোম জাভাস্ক্রিপ্ট করতে যাবেন তখন দেখবেন অনেক কিছুর ক্ষেত্রে অধিক সুবিধা পাবেন। এর বাইরে যদি সাথে বুটস্ট্রাপ বা অন্য কোন একটা সিএসএস ফ্রেমওয়ার্ক শিখা থাকে তাহলে তো বউয়ের সাথে শ্যালিকা ফ্রি। যা হোক মোট কথা হলো বইটি সবার জন্য। যারা প্রোগ্রামিং করতে ভালোবাসেন আর জাভাস্ক্রিপ্ট এর প্রেমে পড়তে চাই । আশা করি বইটি প্রেমে পড়তে বাধ্য করবে আর আপনাদের প্রেমে পড়াতে পারলে আমার এই বই লেখার সার্থকতা। আর বই পড়তে গিয়ে ভুলত্রুটি পেলে বা কোন জায়গায় কোন বিষয় খারাপ লাগলে বা আমাকে গালি দিতে ইচ্ছা করলেও আমার মেইলে পাঠিয়ে দেন সবই আপনাদের ভালবাসা হিসেবে গ্রহণ করে নিব।