বিষয়বস্তুতে চলুন

সমবর্তন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলো এক ধরনের আড় তরঙ্গ। তাই আলোর সমবর্তন হয়। সূর্যের আলোর ঔজ্জ্বল্য কমাবার জন্য অনেক সময় পোলারাইজিং ফিল্টার ব্যবহার করা হয়। পোলারাইজিং ফিল্টার ব্যবহার করে (ডান পাশে) ও পোলারাইজিং ফিল্টার ব্যবহার না করে (বাম পাশে) তোলা ছবি।

সমবর্তন (পোলারায়ন বা পোলারাইজেশন হিসেবেও পরিচিত) হলো আড় তরঙ্গের একটি বৈশিষ্ট্য যা তার স্পন্দনের জ্যামিতিক দিক বিন্যাস নির্দিষ্ট করে (সহজ ভাষায়, বহু তলে স্পন্দনশীল তরঙ্গকে এক তলে স্পন্দনশীল করে)। যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর কম্পনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় সেটাই আড় তরঙ্গ। পানিতে সৃষ্ট তরঙ্গ হলো আড় তরঙ্গের একটি সহজ উদাহরণ। একটি পুকুরের পানিতে ঢিল ছুড়লে, পানিতে তরঙ্গ সৃষ্ট হয় যা পুকুরের পাড়ের দিকে অগ্রসর হতে থাকে এবং একই সাথে পানির কণাগুলি উপরে-নীচে স্পন্দিত হতে থাকে (চিত্র দেখুন)। এখন যদি কোনো যান্ত্রিক পদ্ধতিতে এই তরঙ্গকে একটিমাত্র তলে স্পন্দিত করা যায় তাহলে ঘটনাটিকে বলা হয় সমবর্তন।[][][][]

আড় বা অনুপ্রস্থ তরঙ্গ। এখানে, কণাগুলি একই সাথে উপর-নীচে ও সামনে-পেছনে স্পন্দিত হচ্ছে।
অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখানে, কণাগুলি শুধুমাত্র সামনে-পেছনে স্পন্দিত হচ্ছে।

আবার, তরল বা গ্যাসের মধ্যদিয়ে প্রবাহিত শব্দ তরঙ্গের ক্ষেত্রে এই স্পন্দন শুধু সামনে পেছনে (তরঙ্গ যেদিকে যায় সেদিকে) হয়। ফলে, এর সমবর্তনও হয় না (এটি অনুদৈর্ঘ তরঙ্গ)।

আলো এক ধরনের তড়িচ্চুম্বকীয় তরঙ্গ। অর্থাৎ আলো এক ধরনের আড় তরঙ্গ। সুতরাং আলোর সমবর্তন হয়।

কোয়ান্টাম বলবিজ্ঞান অনুযায়ী, আলো হলো ফোটনের ধারা। এক্ষেত্রে আলোর সমবর্তন ব্যাখ্যা করার জন্য ফোটনের স্পিনের ধারণা ব্যবহার করা হয়।

আলোর সমবর্তন

[সম্পাদনা]

কোনো আধান যুক্ত কণা স্থির থাকলে তার চারপাশে একটি তড়িৎ ক্ষেত্রের (E) সৃষ্টি হয়। আবার, কোনো আধান যুক্ত কণা যদি সমবেগে ভ্রমণ করতে থাকে তাহলে সেই কণার চারপাশে চৌম্বক ক্ষেত্র (B) তৈরি হয়। তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের সমন্বয়ে তৈরী হয় তড়িচ্চুম্বকীয় তরঙ্গ। এই তরঙ্গে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের স্পন্দন পরস্পরের সাথে লম্ব ও এরা উভয়ই তরঙ্গ প্রবাহের দিকের সাথে লম্ব। তাই, আলো এক ধরনের আড় তরঙ্গ।

সমবর্তন ঘটানোর জন্য এমন কোনো পদার্থের প্রয়োজন যার মধ্য দিয়ে আলো প্রবেশ করলে, তা আলোকে শুধুমাত্র একটি নির্দিষ্ট তল বরাবর স্পন্দনশীল তরঙ্গ হিসেবে নির্গত করে। এই পদার্থ বা যন্ত্রগুলোকে বলা হয় পোলারাইজার। 

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Shipman, James; Wilson, Jerry D.; Higgins, Charles A. (২০১৫)। An Introduction to Physical Science, 14th Ed.। Cengage Learning। পৃষ্ঠা 187। আইএসবিএন 1305544676 
  2. Muncaster, Roger (১৯৯৩)। A-level Physics। Nelson Thornes। পৃষ্ঠা 465–467। আইএসবিএন 0748715843 
  3. Singh, Devraj (২০১৫)। Fundamentals of Optics, 2nd Ed.। PHI Learning Pvt. Ltd.। পৃষ্ঠা 453। আইএসবিএন 8120351460 
  4. Avadhanulu, M. N. (১৯৯২)। A Textbook of Engineering Physics। S. Chand Publishing। পৃষ্ঠা 198–199। আইএসবিএন 8121908175 

বহিঃসংযোগ

[সম্পাদনা]